জিজ্ঞাসা-১৮১: ফজরের সুন্নাত বাসায় পড়ে মসজিদে আসলে দুখুলুল মসজিদ পড়া যাবে কিনা?
হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, রামু কক্সবাজার থেকে
উত্তর: সুবহে সাদিক থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত
একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ফজরের সুন্নত ব্যতীত অন্য কোনো নফল নামাজ পড়া নিষেধ।
এই ব্যাপারে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে।
দলিল:
হাফসা (রা.) বলেন, যখন ফজর উদিত হত, তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম শুধু ফজরের দুই রাকাত সুন্নত সংক্ষেপে (ছোট সুরা দিয়ে) পড়তেন। সহিহ
মুসলিম, হাদিস : ৭২৩
আবদুল্লাহ
ইবনে আমর (রা.) বলেন, রাসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ‘সুবহে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নত ছাড়া
কোনো (নফল) নামাজ পড়া যাবে না। (মুসান্নাফে আবদুর রাজ্জাক,
হাদিস : ৪৭৫৭)
সাঈদ
ইবনুল মুসায়্যিব (রহ.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম বলেছেন- ‘(ফজরের)
আজানের পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো (নফল) নামাজ নেই।’
(মুসান্নাফে আবদুর রাজ্জাক,
হাদিস : ৪৭৫৬)
হাসান
বসরি, মুহাম্মাদ ইবনে সিরিন
ও আতা (রহ.) প্রমুখ তাবেয়িগণও একই কথা বলেছেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা,
হাদিস : ৬৪১০;
মুসান্নাফে আবদুর রাজ্জাক,
হাদিস : ৪৭৫৩)
সুতরাং
উক্ত সময়ে দুখুলুল মসজিদ আদায় করা জায়েজ হবে না
والله اعلم بالصواب
আল্লাহ তাআলাই সকল বিষয়ে সঠিক জ্ঞানের অধিকারী।
উত্তর দিচ্ছেন, মুফতি আব্দুর রাজ্জাক (বগুড়া)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন