জিজ্ঞাসা-১৯৩: বিজ্ঞজনদের নিকট নিম্নোক্ত মাসয়ালার সমাধান কামনা করছি।
১, কেউ নিজের পালিত পশু দিয়ে কুরবানির নিয়ত করার পর তাতে দ্বিতীয় ব্যক্তিকে শরীকী নিতে পারবে কিনা??
২, অথবা উক্ত নিয়তকৃত পশু বিক্রি করে শরীকী হয়ে কুরবানি করলে তার
কুরবানী সহীহ হবে কিনা।
রেফারেন্স সহ উল্লেখ করলে উপকৃত হতাম। জাযাকাল্লাহ খায়রান
বাব: যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানী দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয় তাহলে ইচ্ছা
করলে অন্যকে শরীক করতে পারবে। তবে এক্ষেত্রে একা কুরবানী করাই শ্রেয়। শরীক করলে
সে টাকা সদকা করে দেওয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি এমন গরীব হয়, যার উপর কুরবানী করা ওয়াজিব নয়, তাহলে সে অন্যকে
শরীক করতে পারবে না। এমন গরীব ব্যক্তি যদি কাউকে শরীক করতে চায় তাহলে পশু ক্রয়ের
সময়ই নিয়ত করে নিবে।-কাযীখান ৩/৩৫০-৩৫১, বাদায়েউস সানায়ে
৪/২১০
সুতরাং আপনার উপরোক্ত প্রশ্নের ছুরতে বলা যায়, উক্ত ব্যক্তি যদি ধনি হয়,
তাহলে অন্যকে শরিক করতে পারবে
والله اعلم بالصواب
উত্তর দিচ্ছেন,
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন