প্রশ্ন-১৬৯: জুমুআর নামাজ ,মসজিদ ব্যতীত কোন মাঠে আদায় করা যাবে কি ?দলীল সহজানাতে অনুরোধ করছি।
মাওলানা আখতার হোসেন, যশোর থেকে----
প্রশ্ন:
জামে মসজিদ নিয়ে বিবাদ হওয়ায় আমরা এক মহল্লার মুসল্লি একটি
বিল্ডিং এর ২য় তলায় পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবীহ নামাজ জামাতের সাথে আদায় করতেছি, গত জুমু’আর নামাজ আমাদের মহল্লার সকলে অন্য গ্রামে গিয়ে আদায় করেছেন, এখন
প্রশ্ন হচ্ছে এই বিল্ডিং এর উপরে আমরা জুমু’আর নামাজ
আদায় করলে হবে কি না?
উত্তর: নেট থেকে উত্তর দিয়েছেন, মাওলানা আব্দুর রহমান সাহেব
بسم الله الرحمن الرحيم
জুমার নামাজ সহীহ হওয়ার জন্য মসজিদ হওয়া শর্ত নয় । তাই (জুমার নামাজ সহীহ হওয়ার অন্যান্য শর্ত পাওয়া গেলে) উক্ত
বিল্ডিং এ জুমার নামায আদায় করলে নামাজ সহীহ হয়ে যবে ।
لو صلى الجمعة في قرية بغير مسجد جامع . والقرية كبيرة لها قري.
وفيها وال و حاكم. جازت الجمعة بنوا المسجد او لم يبنوا “) الحلبى الكبير. كتاب
الصلوة . فصل فى صلوة الجمعة. ص :511(
والله اعلم بالصواب
উত্তর লিখনে,আফজাল হুসাইন ফারুকী
শিক্ষক: তালীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন