জিজ্ঞাসা-১৮০: নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট থাকে?
হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, রামু কক্সবাজার
জবাব: আমরা জানি 3 সময়
নামাজ পড়া হারাম উক্ত সময়ে সমস্ত নামাজ পড়া নিষিদ্ধ। তবে হাদীস শরীফে কত সময়,কত মিনিট
তা নির্ধারিত হয়নি, তাই ওলামায়ে কেরামের মধ্যে সময় নির্ণয় গবেষণায়
মতপার্থক্য দেখা যায় তবে আহসানুল ফতোয়া তে এসেছে সূর্যোদয়ের পর থেকে সর্বনিম্ন 11 মিনিট
ও ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে ফতুয়ায় 15 মিনিট
বলা হয়েছে এবং মাগরিবের সূর্য অস্ত যাওয়ার 16
মিনিট
পূর্ব পর্যন্ত নামাজ পড়া মাকরুহ তাহরিমি বা হারাম। তবে আসরের নামাজ সূর্য হলুদ হওয়ার
পরও হলে নামাজ পড়া হলে মাকরুহর সাথে নামায আদায় হবে। সূত্র: আহসানুল ফতোয়া প্রথম
খন্ড 143 পৃষ্ঠা।
নোট: সাধারণত সূর্য পুরোপুরি উঠতে 10 থেকে
12 মিনিট সময় লাগে তাই আর আলেমগণ সতর্কতামূলক সূর্যোদয়ের পর থেকে
২৩ মিনিট নির্ধারণ করেছেন! এটাই সর্বোচ্চ নিরাপদ! সূত্র কিতাবুল ফাতাওয়া দ্বিতীয়
খন্ড 125 পৃষ্ঠা,
والله اعلم بالصواب
আল্লাহ তাআলাই সকল বিষয়ে সঠিক জ্ঞানের অধিকারী।
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন