জিজ্ঞেসা-১৯৮: আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ সকলকে সহিসালামতে রেখেছেন,আমার জানার বিষয় হল :নফল নামাজে একই রাকাতে কুরআন মাজিদের বিভিন্ন অংশ থেকে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধহবে কিনা?
মাওলানা আখতার হোসেন লালমনিহাট থেকে---
জবাব: ওয়ালাইকুম আসসালাম ওয় রাহমাতুল্লাহ। হ্যাঁ, নফল
নামাজে কোরআনের বিভিন্ন অংশ তেলাওয়াত করা
যাবে, নামাজের কোন সমস্যা নেই। তবে প্রথমবারের তেলাওয়াত কৃত অংশ যেন
তিন আয়াতের সমান হয়। সূত্র:
খুলাসাতুল ফাতাওয়া ১/৯৭; আননাহরুল ফায়েক ১/২৩৭; তাতারখানিয়া
১/৪৫২; আলমুহীতুল বুরহানী ২/৪৭;
রদ্দুল
মুহতার ১/৫৪৬
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ধর্ম শিক্ষক, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন