আসহাবে
উখদুদ দ্বারা কারা উদ্দেশ্য |
জিজ্ঞাসা-১৪৪: اصحاب الاخدود দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে?
হাফেজ মাও. মাসুমবিল্লাহ রামু কক্সবাজার থেকে-
জবাব: আসহাবুল উখদুদ বা গর্তওয়ালাদের
কাহিনী সম্পর্কে অনেক বর্ণনা বিদ্যমান। এর মধ্যে আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে
বর্ণিত ঘটনাটি এখানে তুলে ধরা হল-রসূল (ﷺ)এর আগমনের সত্তর বছর পূর্বে ইয়েমেনের নাজরানে ‘ইউসুফ যুনওয়াস’ নামক এক জালিম বাদশাহ ছিল। ‘আব্দুল্লাহ ইবনে তামের’ নামক বালক ও তার সঙ্গে ঈমানদাদেরকে আগুনে
নিক্ষেপ কালে যে সমস্ত লোক উল্লাস করেছিল তারা এবং উক্ত বাদশাহকে আসহাবে উখদুদ
বুঝানো হয়েছে। বিস্তারিত দেখুন- তাফসিরে কাবির; রূহুল মাআনি; তাফসিরে জালালাইন-৭ম খণ্ড;৪১৫
পৃ.ইসলামিয়া কুতুবখানা
তাফসিরে মাজহারি; তাফসিরে আআরেফুল কুরআন-১৪৪৬ পৃ.সংক্ষিপ্ত-মাওলানা মুহিউদ্দীন
খান (রহ.); আল-বিদায়া
ওয়ান নিহায়া, ২য় খণ্ড;২৫১পৃষ্ঠা,ই.ফা.
সূত্র: মহান আল্লাহর নিকট একজন মুমিন-মুসলমানের
মর্যাদা-মূল্য
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন