জিজ্ঞাসা-১৩১: আসসালামুয়ালাইকুম,একজন ভালো কুরআন পড়তে পারে বাট মুখে দাড়ি নাই ,অপর জনের মুখে দাড়ি সুন্নাতি জামা কিন্ত কুরআন ভালো পড়তে পারে না এমতাবস্থায় ইমামতির হকদার কে? সমাধান চাই।
সম্মানিত
ভাই মাওলানা আখতারুজ্জান ঢাকা থেকে
উত্তর:
যিনি কোরআন জানেন কারন সহিহ
পড়া নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কিন্ত দাড়ি শর্ত নয়৷
এতটুকু
উত্তর দিয়েছেন হাফেজ মাওলানা আজিজুর রহমান
যিনি কোরান শুদ্ধ পড়তে পারেন, এই দু'জনের মধ্যে তিনি
অবশ্যই হকদার। কিন্তু দাড়ি না রাখার কারণে নামাজ মাকরুহ হবে,কোন ব্যক্তি দাড়ি না রাখলে শরীয়তের দৃষ্টিতে সে ফাসেক। ফাসেকের পিছনে মাকরুহসহ
নামাজ আদায় হবে। বিস্তারিত দেখুন দুররুল মুখতার- ৯/৫৮৩;রদ্দুল
মুখতার-১/৩৪৫ সুনানে দারে কুতনি-১/১৭৫০
উত্তর দিচ্ছেন, মুফতি
মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন