জিজিজ্ঞাসা-১২০: কাজের লোকের ফিতরা মালিকের আদায়করা
আবশ্যক কিনা জানতে চাই? |
হাফেজ
মাওলানা মাসুম বিল্লাহ রামু,কক্সবাজার থেকে-
উত্তর: না, কাজের লোকের
বা বাড়ির কর্মচারীর জন্য মালিকের ফিতরা দিতে হবে না। হাদীস শরীফে যে গোলাম এর পক্ষ
থেকে ফিতরার কথ বলা হয়েছে। তা প্রচলিত কর্মচারী বা কাজের লোক গোলামের অন্তর্ভুক্ত
নয়। সূত্র বুখারী-১৫০৩;মুসলিম-৯৮৬ মিশকাতুল মাসাবিহ-১৮১৫
সাদাকায়ে ফিতর নিজের পক্ষ থেকে এবং পিতা হলে নাবালেগ সন্তানদের পক্ষ থেকে
দেয়া ওয়াজিব। বালেগ সন্তান, স্ত্রী, স্বামী,
চাকর-চাকরানী, মাতা পিতা প্রমুখের পক্ষ থেকে দেয়া
ওয়াজিব নয়। তবে একান্নভুক্ত পরিবার হলে বালেগ সন্তান, মাতা-পিতা
ও স্ত্রীর পক্ষ থেকে ফিতরা দেয়া মুস্তাহাব। সূত্র:
তাতারখানিয়া ২/৩১৯, আলমগীরী ১/১৯২, শামী ৩/৩১৪
والله اعلم بالصواب
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর
রাজ্জাক (বগুড়া),
(এম.এ কামিল ফিকাহ ও তাফসির, দাওরায়ে
হাদিস, আততাখাস্সুস লিলআদব),
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন