জিজ্ঞাসা-২৫৬:
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, বিজ্ঞজনের নিকট জানার বিষয়, আমার ৩ বিঘা জমি আছে, এই জমি আমি ১ বছরে জন্য ৪৫ হাজার টাকায় লিজ দিয়ে থাকি। এভাবে লিজ দেওয়া বৈধ হবে কিনা, কুরআন ও হাদিসের আলোকে সমাধান কামনা করছি। তারিখ-২৪/০৮/২০২২ ইং
মাওলানা মোঃ শফিউল ইসলাম সিলেট থেকে--
জবাব:
وعليكم
السلام ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم
نحمده نصلي عليه رسول
الكريم اما بعد
হ্যাঁ, লিজ বা ইজারা শরীয়ত
স্বীকৃত বৈধ একটি কারবার বা লেনদেন। এর বিধি-বিধান সুবিস্তৃত।
সুতরাং আপনার প্রশ্নে বর্ণিত ছুরুতে, (অর্থাৎ আপনি
এক বছরের জন্য সময় নির্দিষ্ট করেছেন, সুস্পষ্ট
করেছেন)
লিজ দেওয়া জায়েজ হবে অসুবিধা নেই। সূত্র:
বুখারি হাদিস নং ২১৯৩, সোনা-রূপার বিনিময়ে জমি ইজারা দেওয়া অধ্যায়,
আল মাবসূত, সারাখসী, খন্ড: ১৫, পৃষ্ঠা: ৭৪
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন