জিজ্ঞাসা-২৬৯: মোট জমির পরিমাণ-৩৩ শতাংশ মরহুমা মরিয়ম
নেছা স্বামী, পিতা, তিন ছেলে ও তিন মেয়ে
রেখে মারা যান। এখন কে কতটুকু পাবে। তারিখ-১৫/০৯/২২ ঈসায়ি/ইংরেজি
জবাব:
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
স্বামী
৪ ভাগের এক ভাগ, বাবা ৬ ভাগের একভাগ,আর বিকীটা
৬ ছেলে মেয়ে للذكر مثل حظ الانثيين হিসাবে
পাবে। ১২ দিয়ে মাসআলা করলে ১২ এর ২ বাবা,১২ এর ৩ স্বামী, আর বাকী ৭, ৬ ভাই বোনের মধ্যে সমান বিভাজ্য হয়না।
বাবাঃ
১/৬=৫.৫৫১,
স্বামীঃ১/৪=৮.২৫,
পুত্র
প্রত্যেকেঃ ৪.২৭৬৮
কন্যা প্রত্যেকেঃ ২.১৩৮৪
সারকথা কথা হলো, কোন বিজ্ঞ
সিভিল লোক দিয়ে জমি ভাগ করলে ভাল হবে, আপনি শুধু (উদাহরণ) ১/৬;১/৪ বললেই হবে।
আমাদের অংক সঠিক ১০০% নাও হতে পারে।
والله اعلم بالصواب
উত্তর দিচ্ছেন, মুফতি আব্দুর শাকুর
ও মাওলানা আবদুল্লাহ আল ইমরান
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন