আমলকেই আমাদের একমাত্র সঙ্গী করা প্রয়োজন: মুফতি তাকি উসমানি
পৃথিবীতে মানুষ গাড়ি-বাড়ি-নারী বহু কিছুই করে। বহু বিলাসী জীবন যাপন করে। কিন্তু কেউ একথা স্বপ্নেও ভাবেনা যে, একদিন এ সবই আমাকে ছেড়ে যেতে হবে।
শুধু তিন/পাঁচ টুকরাে সাদা কাপড় সাথে নিয়ে পরপারে পাড়ি দিতে হবে। আর যদি কপাল মন্দ হয় তাহলে হয়তাে এটাও মিলবেনা। সবশেষে আমার চিরসাথী হবে এ নশ্বর জীবনের ভাল-মন্দ ক্রিয়া-কর্ম। নবী করীম সা. উম্মতকে এ কথা বুঝাতে গিয়ে বলেছেন- মৃত ব্যক্তিকে নিয়ে যখন কবর অভিমুখে যাত্রা শুরু হয় তখন তিনটি বস্তু তার সঙ্গী হয়, তার সাথে যায়। যেমন, হাদিস শরিফে এসেছে-
وَعَن أَنَسٍ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ ﷺ، قَالَ : «يَتْبَعُ الْمَيِّتَ ثَلاَثَةٌ: أهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ: فَيَرْجِعُ اثْنَانِ، وَيَبْقَى وَاحِدٌ: يَرْجِعُ أهْلُهُ وَمَالُهُ وَيبْقَى عَمَلُهُ ». متفقٌ عَلَيْهِ অর্থ: আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে (সঙ্গে যায়)। দাফনের পর দু’টি ফিরে আসে, আর একটি তার সাথেই থেকে যায়। সে তিনটি হল তার পরিবারবর্গ, তার মাল ও তার আমল। দাফনের পর তার পরিবারবর্গ ও মাল ফিরে আসে। আর তার আমল তার সাথেই থেকে যায়।’’ তাখরিজ: বুখারি ৬৫১৪, মুসলিম ২৯৬০, তিরমিযি ২৩৭৯, নাসায়ি ১৯৩৭, আহমদ ১১৬৭০
জনৈক কবি যথার্থই বলেছেন
شکریه اسے قبر تک پهنچانے والو شکریه
اب اکیلے هی چلے جائی گے اس منزل هم –
কবর পর্যন্ত পৌছেদাতা গণ, শুকরিয়া তােমাদের
এখান থেকে একাই রওনা হব মােরা মাজিলে মােদের।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন