জিজ্ঞাসা-১২৩২৫
আসসালামুআলাইকুম হুজুর ভালো
আছেন, আমি হানিফ পরিবহনের সুপারভাইজারি
করি, তো রাস্তায় মাঝেমধ্যে লোক
উঠাই,,আমার যে ম্যানেজার আছে যার
আন্ডারে আমরা চলি সে বলেছে রাস্তায় খাওয়ার খরচ উঠায় নিয়েন কিন্তু খাওয়ার চেয়েও
বেশি টাকা মাঝেমধ্যে হয়ে যায় তাহলে সে টাকাটা কি আমার জন্য বৈধ হবে??
উপরোক্ত মাসয়ালা আমার একজন
ঘনিষ্ঠ ভক্ত পাঠিয়েছেন। অনুগ্রহ করে উত্তরের প্রতিক্ষায়। তারিখ: ০১/১১/২২
ঈসায়ি/ইংরেজি
মাওলানা আমজাদ হোসেন সিরাজগঞ্জ থেকে-----
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم
اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর কথা হলো, রোগীর রোগের পূর্ণ বর্ণনা ছাড়া যেমন সঠিক ট্রিটমেন্ট কঠিন, ঠিক তেমনি মাসয়ালার ক্ষেত্রেও। যাইহোক আপনার মাসয়ালাকে সহজভাবে বুঝার জন্য
দুটি ছুরত/পদ্ধতি বর্ণনা করছি।
আমার জানামতে, সাধারণত বাস/মটরযান দুটি
পদ্ধতিতে পরিচালিত হয়।
প্রথম ছুরত/পদ্ধতি: চুক্তি বদ্ধ অর্থাৎ বাসের/গাড়ির মালিক ড্রাইভার/সুপারভাইজারের সাথে
চুক্তি করে যে, প্রতিদিন আমাকে এত পরিমাণ টাকা দিতে হবে। বাকি লাভ-লোকসান স্টাফের।
এ ক্ষেত্রে মালিককে নির্ধারিত টাকা দেওয়ার অতিরিক্ত টাকার মালিক হবে
ড্রাইভার/সুপারভাইজার।
দ্বিতীয় ছুরত: বেতনভুক্ত তথা বাস/গাড়ির স্টাফের জন্য ডেইলি/মাসিক বেতন নির্ধারিত থাকে। এ ক্ষেত্রে সমস্ত টাকা মালিককে দিতে হবে।
সারকথা হলো, ম্যানেজার তো গাড়ির মালিক নয়,
হ্যাঁ, তাকে যদি সেই ক্ষমতা দেওয়া হয়, তবে ভিন্ন কথা। মালিকের সঙ্গে যদি প্রথম ছুরতে চুক্তি হয়; তাহলে
খাবার পর অতিরিক্ত টাকা নিজেরা ভাগ করে নিতে পারবে। আর যদি দ্বিতীয় ছুরতে চুক্তি
হয়; তাহলে খাবাবের পর অতিরিক্ত টাকা মালিককে ফেরত দিতে হবে। আর যদি মালিকের পক্ষ থেকে অনুমতি থাকে; সমস্যা
নেই অর্থাৎ অতিরিক্ত টাকা নিতে পারবে।
ইমাম ইবনে আবেদিন শামি (রহ.) বলেন,
لا يجوز التصرف فى مال غيره بلا إذنه ولا ولايته
(الدر المختار مع رد المحتار-9\291)
অর্থাৎ অন্যের সম্পদ তার অনুমতির ব্যতিত জায়েজ নেই। সূত্র: দুররুর মুখতার-৯ খণ্ড,
২৯১
পৃ.
একটি বিশেষ লক্ষ্যণীয় যে, ভিআইপি বাসের কিছু নিয়মনীতি আছে। যেমন, টিকিট/ছিট ছাড়া লোক না উঠানো। নিয়ম ভঙ্গ করে লোক উঠালে এর ক্ষেত্রে অবশ্যই মালিকির অনুমতির প্রয়োজন। তাই সবকিছু মালিকের/কর্তৃপক্ষের সাথে পরিষ্কার করে নেওয়া উচিত।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন