জিজ্ঞাসা-১২৩৩৩
বাদ ছালাম,হুজুর আমার জানার বিষয়,স্ত্রীর ছোট বোনকে বিবাহ করে কিছুদিন ঘর সংসার করার পর তালাক দিয়ে দিলে আগের স্ত্রীর কোন সমস্য হবে কি না?বা এখন কি করতে হবে? দয়াকরে কোরআন হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন।তারিখ: ০৭/১১/২২ ঈসায়ি/ইংরেজি
জনৈক মাওলানা নাম প্রকাশে অনিচ্ছুক থেকে-----
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-দরুদের পর কথা হলো, দুই বোন একই সঙ্গে বিবাহ হারাম। দলিল:
পবিত্র কোরআনের বাণী:
وَأَن تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ (سورة النساء-23)
দুই বোনকে একত্রে বিবাহে রাখা যাবে না। সূরা নিসা-২৩
أَنَّ أُمَّ حَبِيبَةَ، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ، قَالَ: «وَتُحِبِّينَ؟» قُلْتُ: نَعَمْ، لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ ذَلِكِ لاَ يَحِلُّ لِي»
উম্মু হাবীবাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি আমার বোন আবূ সুফ্ইয়ানের কন্যাকে বিয়ে করুন। তিনি বলেন, তুমি কি তা পছন্দ কর? আমি বললাম, হ্যাঁ, আমি তো আপনার একমাত্র স্ত্রী নই এবং আমি যাকে সবচেয়ে ভালবাসি, তার সঙ্গে আমার বোনকেও অংশীদার বানাতে চাই। নাবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবললেন, এটা আমার জন্য হালাল নয়। সহিহ বুখারি-৫১০৭
দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়া সঠিক হয়েছে।
তৃতীয় কথা হলো, আপন বোনকে বিবাহ করার কারণে প্রথম স্ত্রী তালাক হয় না। দলিল:
وطى اخت امرأته لا تحرم عليه امرأته (الدر المختار على هامش رد المحتار، كتاب النكاح، فصل فى المحرمات-4/108، خلاصة الفتاوى-2/7)
সারকথা হলো, আপনার প্রশ্ন আলোকে উক্ত ব্যক্তির প্রথম স্ত্রী কে নিয়ে সংসার করতে পারবে কোন সমস্যা নেই আর যেহেতু সে আপন বোনকে বিবাহ করার কারণে কবিরা গুনাহ হয়েছে এজন্য আল্লাহর দরবারে খাঁটি মনে তওবা করতে হবে। সূত্র: ফতোয়ায়ে শামি-৪/১০৮; খুলাসাতুল ফতোয়া-২/৭
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বগুড়া
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন