জিজ্ঞাসা-১২৩৭৬:
আসসালামু আলাইকুম
মাহতাব আল ওয়াসী নামের অর্থ কি এবং এই নাম টি কি অর্থবহ কিনা??এই নামটি রাখা যাবে কিনা। যদি কোন কারেকশন থাকে দেওয়া যেতে পারে। তারিখ: ১০/১২/২২ ঈসায়ি/ইংরেজি
মাওলানা মোঃ নজরুল ইসলাম বান্দরবান
থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم
اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর কথা হলো, শব্দটি মুরাক্কাব বা যৌগিক । মাহতাব শব্দটি ফারসি ভাষার, অর্থ চাঁদ, চন্দ্র, চাদনী ইত্যাদি আর ওয়াসি শব্দটি আরবি আল্লাহ তাআলার গুনবাচক নাম। অর্থ: অসীম, ব্যাপক, বিশাল, বড়, সুপরিসর ইত্যাদি। যেমন, পবিত্র কুরআনে এসেছে-
﴿وَٱللَّهُ يَعِدُكُم مَّغۡفِرَةٗ مِّنۡهُ وَفَضۡلٗاۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ٢٦٨﴾ [البقرة: ٢٦٨]
“আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি
দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।”
[সূরা
আল-বাকারা, আয়াত: ২৬৮]
আল-ওয়াসি‘
হলেন, যিনি
সিফাত, গুণাবলী ও এর সম্পৃক্ত সবকিছুতে এতোই প্রশস্ত ও ব্যাপক যে, কেউ
তার প্রশংসা গণনা করতে সক্ষম হবে না;
বরং
তিনি নিজের প্রশংসা নিজে যেভাবে করেছেন তিনি সে রকমই, তিনি
বড়ত্বে, ক্ষমতায়, মালিকানায়, দয়া, ইহসানে
অসীম, প্রশস্ত। তিনি দয়া ও দানশীলতায়
মহান।
শব্দটি ওয়াসী নয় ওয়াসি হবে।
সারকথা হলো, আপনার প্রশ্নে বর্ণিত মাহতাব
আল-ওয়াসি এর অর্থ দাঁড়ায় বড় চাঁদ, (বড় চাঁদ যার আলো সর্বব্যাপী, পৃথিথীজুড়ে) বিশাল চাঁদ, প্রশস্ত চাঁদ। সুতরাং উক্ত নামটি রাখতে কোন সমস্যা নেই বলে আমি
মনে করি।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন