জিজ্ঞাসা-১২৪৩৮:
আসসালামু আলাইকুম।
মুহতারাম, আমার জানার বিষয় হলো: বাচ্চাদের জন্ম নিবন্ধন করার সময় ১/২ বছর কমিয়ে দেওয়ার বিধান কি? যাতে করে চাকুরীতে প্রবেশ ও পরবর্তীতে বেশি চাকুরী করার সুযোগ থাকে। এ বিষয়ে শারয়ি সমাধান দিলে উপকৃত হবো। জাযাকাল্লাহু খয়রান। তারিখ: ২৩/০১/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা মোঃ জালাল উদ্দিন সাভার থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, ইচ্ছা করে নিজের বা সন্তানের বয়স কমানো সুস্পষ্ট মিথ্যা, ধোঁকা ও ছলচাতুরির অন্তর্ভুক্ত। যা ইসলামি শরিয়াতে হারাম। দলিল:
আয়াত নং-০১
Surah Al-Baqara, Verse 42:
وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। সূরা বাকারা-৪২
হাদিস নং -০১
أنَّ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ مَرَّ علَى صُبْرَةِ طَعامٍ فأدْخَلَ يَدَهُ فيها، فَنالَتْ أصابِعُهُ بَلَلًا فقالَ: ما هذا يا صاحِبَ الطَّعامِ؟ قالَ أصابَتْهُ السَّماءُ يا رَسولَ اللهِ، قالَ: أفَلا جَعَلْتَهُ فَوْقَ الطَّعامِ كَيْ يَراهُ النَّاسُ، مَن غَشَّ فليسَ مِنِّي.
الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم
الصفحة أو الرقم: 102 | خلاصة حكم المحدث : [صحيح]
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়।’ তাখরিজ: সহিহ মুসলিম, হাদিস : ১৬৪; সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২২২৫; মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস : ২৩১৪৭; সুনানে দারিমি, হাদিস : ২৫৮৩; ইবনে হিব্বান, হাদিস : ৪৯০৫
হাদিস নং -০২
إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يُكْتَبَ اللهِ عِنً. وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى لَيَكْذِبُ حَتَّى يُكْتًا
'নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখা। আর পুণ্যের জান্নাতের দিকে পথ নির্দেশ করে। আর মানুষ বলতে বলতে থাকে, শেষ পর্যন্ত সামনে তাকে 'মহা-সত্যবাদী' বলা হয়। আর নিঃসন্দেহে আমারবাদিতা নির্লজ্জতা ও পাচারের দিকে নিয়ে যায়। আর পাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ বলতে বলতে থাকে, শেষ পর্যন্ত সামনে তাকে 'হা-মিথ্যাবাদী' ঈশ্বর লিপিবদ্ধ করা হয়। তাখরিজ: বুখারী ৬০৯৪; মুসলিম ২৬০৬
হাদিস নং-০৩
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَر يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، أَوْ عاً " . وَزَادَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ " .
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আরেক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘মুসলমানরা তাদের শর্তের ওপর থাকবে।’ তাখরিজ: সুনানে আবু দাউদ, হাদিস : ৩৫৯৪; সুনানে দারা কুতনি, হাদিস : ২৮৯০; শুয়াবুল ঈমান, হাদিস : ৪০৩৯
সারকথা হলো, আপনার প্রশ্ন মতে, বাচ্চাদের জন্ম নিবন্ধন করার সময় ১/২ বছর কমিয়ে দেওয়া, যাতে করে চাকুরীতে প্রবেশ ও পরবর্তীতে বেশি চাকুরী করার সুযোগ থাকে। এটা হারাম সত্যকে গোপন রাখার শামিল।
পিতা-মাতার উচিত সঠিক তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করা, ভুল থাকলে সংশোধন করা। চেষ্টা করার পরও সংশোধন করতে না পারলে এক্ষেত্রে অভিভাবক দায়ী থাকবে না। সূত্র: আলমাবসূত, সারাখসী ৩০/২১১; মাজমুআতুল ফাতাওয়াশ শারইয়্যাহ ৩/২১০
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন