জিজ্ঞাসা-১২৪৫৯:
আসসালামু আলাইকুম জনাব, আমার জানার বিষয় হলো হাত থাকতে চামুচ দিয়ে খাবার খাওয়ার বিধান কি? এতে কি গুণাহ হবে? আমাদের করণীয় কি?
তারিখ: ০৬/০২/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা শরিফুল ইসলাম খাগড়াছড়ি থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, এ বিষয়ে ওলামায়ে কেরামের দুটি মত পাওয়া যায়। যেমন,
প্রথম মত: খেলাফে সুন্নাত। তাদের যুক্তি হলো: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো চামুচ দিয়ে খাবার গ্রহণ করেননি, তাই চামুচ দিয়ে খাবার গ্রহণ করা খেলাফে সুন্নাত।
দ্বিতীয় মত: অসুবিধা নেই। তাদের যুক্তি হলো, যেহেতু তা শরয়ি ব্যাপার নয়, বরং তা পার্থিব ব্যবহারিক ব্যাপার। যেমন আধুনিক মাধ্যম বাস-ট্রেন, ইত্যাদি ব্যবহার করা অবৈধ নয়, তাই খেলাফি সুন্নাত বলা যায় না।
সারকথা হলো: বিশেষ প্রয়োজনে (হাত কেটে গেলে, হাতে ময়লা থাকলে ইত্যাদি) চামুচ দিয়ে খাবার গ্রহণ করতে কোন অসুবিধা নেই।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ
আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন