আসসালামু আলাইকুম। মুহতারাম নতুন পূরানো ৭/৮ টি কবর আছে। নতুন করে এখানে আর কাউকে কবরস্থ করা হবেনা।এমতাবস্থায় ঐ কবরগুলোর উপর দ্বীতল বা তিন তলা বিশিষ্ট মসজিদ তৈরি করা জায়েজ আছে কি না জানাবেন প্লিজ। উল্লেখ্য যে জমির সল্পতা রয়েছে।
তারিখ: ১১/০৩/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা মোঃ তাজুল ইসলাম, কুমিল্লা
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো,
আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আলবুরহানে এ বিষয়ে জিজ্ঞাসা-১২৩২৬ শিরোনামে মাসয়ালাটি আলোচিত হয়েছে। তাই নতুন করে লিখলাম না, সেটা দেখে নিলে ইনশাল্লাহ আপনার কাংখিত জবাব পাবেন। লিংকটি পুনরায় শেয়ার করা হলো:
https://al-burhaan.blogspot.com/2022/11/highway.html
- والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন