আসসালামু আলাইকুম আমার প্রশ্ন আল্লাহর ঘর মসজিদে ফ্লোরে যে টাইলস লাগানো আছে নামাজের সময় হুকুম কিংবা সেজদা নিজের চেহারা দেখা যায় এই ক্ষেত্রে আমাদের নামাজ হবে কিনা বিষয়টা কুরআন হাদিসের আলোকে জানাবেন প্লিজ আসসালামুয়ালাইকুম।
তারিখ: ২২/০৩/২৩ ঈসায়ি/ইংরেজি
জনাব মশিউর রহমান , যশোর থেকে
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো,নামাজির একাগ্রতা নষ্ট হয় এমন জিনিস মসজিদের দেওয়ালে বা ফ্লোরে লাগানো উচিত নয়। দলিল:
হাদিস নং-০১
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَمُسَدَّدٌ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ الْحَجَبِيِّ، حَدَّثَنِي خَالِي، عَنْ أُمِّي، صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ قَالَتْ سَمِعْتُ الأَسْلَمِيَّةَ، تَقُولُ قُلْتُ لِعُثْمَانَ مَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ دَعَاكَ قَالَ " إِنِّي نَسِيتُ أَنْ آمُرَكَ أَنْ تُخَمِّرَ الْقَرْنَيْنِ فَإِنَّهُ لَيْسَ يَنْبَغِي أَنْ يَكُونَ فِي الْبَيْتِ شَىْءٌ يَشْغَلُ الْمُصَلِّيَ " . قَالَ ابْنُ السَّرْحِ خَالِي مُسَافِعُ بْنُ شَيْبَةَ .
ইবনে আল সারহ্ ..... মানসূর আল হাজারী (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার মামা আমার মাতা (সাফিয়া) হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি আসলামিয়্যাকে এরূপ বলতে শুনেছি যে, আমি একদা উসমানকে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ (ﷺ) তোমাকে কী বলেন, যখন তিনি তোমাকে আহবান করেন। জবাবে তিনি (উসমান) বলেন, আমি আপনাকে এতদসম্পর্কে অবহিত করতে ভুলে যাই যে, আপনি (দুম্বার) ঐ শিং দুটি ঢেকে রাখুন (যা ফিদয়া স্বরূপ ছিল ইসমাঈল (আলাইহিস সালাম) এর জন্য)। কেননা, বায়তুল্লাহর মধ্যে এমন কিছু থাকা উচিত নয়, যা মুসল্লীকে তার নামায হতে অন্যমনস্ক করে। তাখরিজ: সুনানে আবু দাউদ, হাদীস নং ২০২৬ (আন্তর্জাতিক নং ২০৩০)
তাহকীক: বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
হাদিস নং-০২
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، كَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا، فَإِنَّهُ لاَ تَزَالُ
আবু মা’মার ‘আব্দুল্লাহ ইবনে আমর (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, ‘আয়েশা (রাযিঃ)-এর কাছে একটা বিচিত্র রঙের পাতলা পর্দার একটা কাপড় ছিল। তিনি তা ঘরের একদিকে পর্দা হিসাবে ব্যবহার করছিলেন। নবী (ﷺ) বললেনঃ আমার সম্মুখ থেকে এই পর্দা সরিয়ে নাও। কারণ নামায আদায় করার সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে।
তাখরিজ: সহীহ বুখারী, হাদীস নং ৩৬৭ (আন্তর্জাতিক নং ৩৭৪)
উপরোক্ত হাদিসদ্বয় দ্বারা বুঝা নামাজীর অন্যমনস্ক করে এমন জিনিস রাখা বাঞ্ছনীয় নয়।
সারকথা হলো, আপনার প্রশ্নের আলোকে
আল্লাহর ঘর মসজিদে ফ্লোরে যে টাইলস লাগানো আছে সেজদা নিজের চেহারা দেখা যায় এই ক্ষেত্রে আপনাদের নামাজ আদায় হবে (নামাজের মধ্যে অন্য দিকে খেয়াল করার কারণে নামাজ হালকা হয়ে যাবে, সওয়াব কম পাবে)। তাই মসজিদ নির্মাণের সময় এ বিষয়গুলো খেয়াল রাখা উচিত।
- والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন