জিজ্ঞাসা-১২৫১১:
আসসালামু আলাইকুম।
বৃদ্ধ যারা রোযা রাখতে পারেনা
তাদের জন্য কত টাকা প্রতিদিনের জন্য মিসকিনকে দিতে হবে।
তারিখ: ২৮/০৩/২৩
ঈসায়ি/ইংরেজি
মাওলানা জামাল টাঙ্গাইল থেকে
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো,
“যখন ডাক্তারগণ এই সিদ্ধান্ত দেন যে আক্রান্ত রোগের কারণে আপনি
রোযা পালন করতে পারবেন না এবং এ রোগ থেকে সুস্থতাও আশা করা যায় না তখন আপনাকে বিগত
ও আগত মাসগুলোর প্রতিদিনের পরিবর্তে একজন মিসকীন খাওয়াতে হবে, যার
পরিমাণ হল দেশীয় খাদ্যদ্রব্য যেমন খেজুর বা অন্য কোন খাদ্যের অর্ধ স্বা’। ” ফাতাওয়াল লাজনাদ্ দায়িমা-১০/১৯৮
এরকম অক্ষম ব্যক্তির ক্ষেত্রে
বিধান হল, সে তার রোযার ফিদিয়া আদায় করবে। যা হল, প্রতিটি
রোজার জন্য ফিদইয়া একজন মিসকিনকে দুই বেলা খানা খাইয়ে দিবে, বা এর
সমমূল্য দান করে দিবে যা পৌনে দুই সের গম বা এর সমমূল্য পরিমাণ হয়ে থাকে। দলিল:
أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ [[٢:١٨٤]
গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর
তোমাদের মধ্যে যে, অসুখ থাকবে অথবা সফরে থাকবে, তার
পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্ট দায়ক
হয়, তারা এর পরিবর্তে একজন মিসকীনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশীর
সাথে সৎকর্ম করে, তা তার জন্য কল্যাণ কর হয়। আর যদি রোজা রাখ, তবে
তোমাদের জন্যে বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পার। [সূরা
বাকারা-১৮৩-১৮৪]
(وَلِلشَّيْخِ الْفَانِي الْعَاجِزِ عَنْ الصَّوْمِ الْفِطْرُ
وَيَفْدِي) وُجُوبًا وَلَوْ فِي أَوَّلِ الشَّهْرِ وَبِلَا تَعَدُّدِ فَقِيرٍ
كَالْفِطْرَةِ لَوْ مُوسِرًا وَإِلَّا فَيَسْتَغْفِرُ اللَّهَ
وفيه ايضا: الْمَرِيضُ إذَا
تَحَقَّقَ الْيَأْسُ مِنْ الصِّحَّةِ فَعَلَيْهِ الْفِدْيَةُ لِكُلِّ يَوْمٍ مِنْ
الْمَرَضِ (رد المحتار، كتاب الصوم، فصل فى العوارض-2/163)
সারকথা হলো, প্রতিটি রোজার জন্য ফিদইয়া একজন মিসকিনকে দুই বেলা খানা
খাইয়ে দিবে, বা এর সমমূল্য দান করে দিবে যা পৌনে দুই সের গম
বা এর সমমূল্য পরিমাণ হয়ে থাকে। বর্তমান যার বাজার মূল্য ১০০ (একশ) টাকা প্রায়। অর্থাৎ আপনার প্রশ্নেমতে প্রতিদিনের জন্য ১০০ টাকা গরিবকে দিতে
হবে।
- والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর
রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন