জিজ্ঞাসা-১২৫১৫:
আসসালামু আলাইকুম।
একজন জানতে চেয়েছিলেন স্বামী ধনী কিন্তু স্ত্রীকে ভরন পোষন দেয় না, সেক্ষেত্রে এই স্ত্রী যাকাত খেতে পারবেন না কি ❓
তারিখ: ০১/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা আব্দুর রহমান সাভার থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো,
المرأة إذا كانت متزوجة لزم زوجها أن ينفق عليها ، فإن كان معسرا أو ممتنعا عن النفقة ، وكانت هي فقيرة لا مال لها ، جاز أن تعطى من الزكاة .
ولا حرج عليك أن تعطيها من زكاتك لأنك غير ملزم بالنفقة عليها
যদি কোন মহিলা বিবাহিত হয়, তবে তার স্বামী তার উপর খরচ করতে বাধ্য। যদি সে দেউলিয়া হয় বা খরচ করতে অস্বীকার করে এবং সে দরিদ্র হয় এবং তার কাছে টাকা না থাকে, তাহলে তার জন্য যাকাত দেওয়া বৈধ। সূত্র: দাফউল জাকাতি লিমারয়াতি ফকিরি -১০২৭৫৫ (ফতোয়া নং)
এ বিষয়ে শায়েখ ইবনে বাজ রহ. কে জিজ্ঞেস করা হলে, তিনি জবাবে বলেন,
إصلاح حاله.
فأجاب : " إن كانت فقيرة، وزوجها لا ينفق عليها، وعجزتم عن إصلاح حاله، ولم يتيسر من يلزمه بذلك، فإنه يجوز إعطاؤها من الزكاة قدر حاجتها " انتهى من "فتاوى الشيخ ابن باز" (14/269
?
উত্তরে তিনি বললেনঃ যদি সে দরিদ্র হয় এবং তার স্বামী তার জন্য ব্যয় না করে, এবং আপনি তার অবস্থা ঠিক করতে অক্ষম হন এবং কারো পক্ষে তাকে বাধ্য করা সম্ভব না হয়, তাহলে তাকে যাকাত দেওয়া জায়েজ। তার প্রয়োজনে। সূত্র: ফাতাওয়া আল-শাইখ ইবনে বায-14/269
সারকথা হলো, সারকথা হলো, আপনার প্রশ্ন মতে স্বামী ধনী কিন্তু স্ত্রীকে ভরন পোষন দেয় না, সেক্ষেত্রে এই স্ত্রী যাকাত খেতে পারবেন। কেননা সে জাকাতের হকদার, জাকাতের খাতের অন্তর্ভুক্ত। মাবসূত সারাখসী, খন্ড: 3, পৃষ্ঠা: 12
ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: 1, পৃষ্ঠা: 189
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন