জিজ্ঞাসা-১২৫৭৮:
السلام عليكم ورحمه الله وبركاته
আমার জানার বিষয় হল, বিভিন্ন এক্সক্লুসিভ সপে কেউ যদি দুই হাজার টাকার বাজার করে (মালামাল ক্রয় করে) তাহলে কর্তৃপক্ষ একটি লটারি প্রদান করে ঐ লটারিতে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন এসি, ভ্রমণ টিকেট ইত্যাদি অফার থাকে। ঐ লটারি অথবা লটারিতে প্রাপ্য এই জিনিস গ্রহণ করা কি বৈধ হবে? মেহেরবানী করে জানালে কৃতজ্ঞ থাকবো।
তারিখ: ০৪/০৫/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা ফারুক হুসাইন, সিলেট থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো,
فالهدايا الترويجية التي تقدمها المحلات التجارية مع سلعها لترغيب الزبائن في الشراء مما اختلف العلماء المعاصرون فيها بين المجيز لها والمانع منها، والراجح عندنا جوزاها وفقا لضوابط معينة؛ ومنها: أن يشتري المشتري ما به حاجة إليه، وأن يشتريه بمثل ثمنه في السوق دون زيادة.
অর্থাৎ ক্রেতাদেরকে কেনার জন্য প্রলুব্ধ করার জন্য বাণিজ্যিক দোকানগুলি তাদের পণ্যগুলির সাথে দেওয়া প্রচারমূলক উপহারগুলি, যার মধ্যে সমসাময়িক ওলামারা কোনটি জায়েজ এবং কোনটি হারাম এর মধ্যে পার্থক্য করেছেন এবং আমাদের মধ্যে সবচেয়ে সঠিকটি হল যে সেগুলি নির্দিষ্ট নিয়ন্ত্রণ অনুসারে অনুমোদিত৷ তাদের মধ্যে: যে ক্রেতা তার যা প্রয়োজন তা কেনেন এবং তিনি তা বৃদ্ধি ছাড়াই বাজারে একই দামে কেনেন। ফিকহুল মুআমালাত, জাওয়ায়িযুল মাহাল্লাতিল তিজারিয়া-১২৪৩৬৯
ফিকহি হানাফির মতে,
নিম্নোক্ত শর্তগুলো পাওয়া গেলে অফারের পণ্য কেনা জায়েজ।
এক. পণ্য যথাযোগ্য মূল্যে ক্রয় করতে হবে। যদি পুরস্কারের কারণে বিক্রেতা পণ্যের মূল্য বৃদ্ধি করে, তাহলে বৈধ হবে না।
দুই. লটারি ভেজাল পণ্য প্রচারের মাধ্যম হতে পারবে না। কেননা ভেজাল পণ্যের মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া হয়, যা সম্পূর্ণ হারাম।
তিন. ক্রেতা শুধু লটারি জেতার আশায় পণ্য ক্রয় করতে পারবেন না। সূত্র: হেদায়া: ৪/৫৭২; আল-বাহরুর রায়েক: ৮/৩৭১
সারকথা হলো, আপনার প্রশ্নের আলোকে,
বিভিন্ন এক্সক্লুসিভ সপে কেউ যদি দুই হাজার টাকার বাজার করে (মালামাল ক্রয় করে) তাহলে কর্তৃপক্ষ একটি লটারি প্রদান করে ঐ লটারিতে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন এসি, ভ্রমণ টিকেট ইত্যাদি অফার থাকে।
সুতরাং সেই অফারটিতে উক্ত তিন শর্ত পাওয়া গেলে পণ্য ক্রয় করা এবং এর মাধ্যমে প্রাপ্ত পুরস্কার বৈধ হবে। পক্ষান্তরে উক্ত শর্তগুলো পূর্ণ না হলে পণ্য ক্রয়-বিক্রয়, উক্ত লটারি ও এর মাধ্যমে প্রাপ্ত পুরস্কার জায়েজ হবে না।
শেষ কথা হলো, অফারটি একতরফা হতে হবে। অর্থাৎ শুধু বিক্রেতার পক্ষ থেকে দেওয়ার ঘোষণা থাকবে। ক্রেতার পক্ষ থেকে নেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত থাকবে না।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন