জিজ্ঞাসা-১২৫৩০:
আসসালামু আলাইকুম।
১/ বড় কিংবা ছোট মসজিদে নামাজ চলাকালীন মুসল্লীর ওজু নষ্ট হয়েছে অথচ পেছনে ১০-১২ কাতারের বড় সমাগম তাই সেখান থেকে খুব সহজে বের হওয়া অসম্ভব
এমতাবস্থায় অজুবিহীন মুসল্লীর করণীয় কি?
তারিখ: ০৯/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
হাফেজ মাওলানা সিরাজুল হক, ঢাকা থেকে
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, জামাতে নামাজ পড়া অবস্থায় ওজু ছুটে গেলে তৎক্ষণাৎ ওজুর জন্য বের হয়ে যেতে হবে। ইমামের নামাজ শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকা যাবে না। দলিল:
হাদিস নং-০১
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عِيسَى بْنِ حِطَّانَ، عَنْ مُسْلِمِ بْنِ سَلاَّمٍ، عَنْ عَلِيِّ بْنِ طَلْقٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ وَلْيُعِدِ الصَّلاَةَ "
উছমান .... আলী ইবনে তালক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেনঃ যখন কোন ব্যক্তি নামাযের মধ্যে নিঃসাড়ে পাশ্চাৎ-দ্বার দিয়ে বায়ু নির্গত করে, তখন তাঁর উচিত পুনরায় উযু করে নামায আদায় করা।
সুনানে আবু দাউদ, হাদীস নং ২০৫ (আন্তর্জাতিক নং ২০৫)
হাদিস নং-০২
٦٠٣١ - حدثنا أبو بكر قال: حدثنا عباد بن العوام عن الحجاج عن رجل عن عمرو بن الحارث بن أبي ضرار عن عمر بن الخطاب في الرجل إذا رعف في الصلاة قال: ينفتل فيتوضأ ثم يرجع فيصلي و يعيد بما مضى.
অর্থাৎ আমর ইবনুল হারেস থেকে বর্ণিত, তিনি বলেন, নামাজরত ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হলে কী করণীয় এ সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, সে ওজুর জন্য বের হয়ে যাবে এবং ওজু করে আসবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা- ৫৯৫০)
হাদিস নং-০৩
٦٠٣٥ - حدثنا وكيع عن سفيان عن عمران بن ظبيان عن أبي يحي حكيم ابن سعد عن سلمان قال: إذا أحدث أحدكم في الصلاة فلينصرف غير واع لصنعه فليتوضأ ثم ليعد في آيته التي كان يقرأ.
অর্থাৎ সালমান ফারসী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে কারো যদি নামাজে ওজু ছুটে যায় তাহলে সে যেন বের হয়ে ওজু করে আসে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা- ৫৯৫৪)
সারকথা হলো, নামাজের মধ্যে কারো অজু ভঙ্গ হলে সে সাথে সাথে ওযু করে আসবে এক্ষেত্রে কাতারের ভেদ করে দিয়ে যাওয়া ইসলাম অনুমতি দিয়েছেন কোন সমস্যা নেই। তারপরও যদি এমন পরিস্থিতি না হয় যেতে না পারে তাহলে নিজ জায়গায় বসে থাকবে। জামায়াত শেষ হলে অজু করে একাকি নামাজ আদায় করবে।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন