আসসালামু আলাইকুম । তাহাজ্জুদের নামাজ সুন্নাত নাকি নফলের নিয়াতে পড়তে হবে ? দলিল সহ জানালে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খয়রান।
তারিখ: ০৫/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা মোঃ আখতার হোসেন লালমনিরহাট থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, ফুকাহায়ে কেরাম সুন্নাতকে দুই ভাগে ভাগ করেছেন।এক. সুন্নাতে মুয়াক্কাদা দুই. সুন্নাতে গায়ের মুয়াক্কাদা বা জায়েদা।
আর তাহাজ্জুতের নামাজ হলো সুন্নাতে গায়ের মুয়াক্কাদা বা নফল। দলিল:
Surah Al-Isra, Verse 79:
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا
রাত্রির কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন। এটা আপনার জন্যে অতিরিক্ত। সূরা ইসরা -৭৯
عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ صِيَامُ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ " .
কুতায়বা (রহঃ) ... আমর ইবনু আউস (রাঃ) থেকে বর্ণিত। তিনি আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আস (রাঃ) কে বলতে শুনেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলার কাছে সর্বোত্তম সাওম হল দাঊদ (আলাইহিস সালাম) এর সাওম। তিনি সাওম পালন করতেন একদিন এবং সাওম ভঙ্গ করতেন একদিন। আর আল্লাহ তা’আলার কাছে সর্বোত্তম সালাত দাঊদ (আলাইহিস সালাম) এর সালাত; তিনি অর্ধ রাত্রি পর্যন্ত নিদ্রা যেতেন, রাত্রের এক তৃতীয়াংশ সময় সালাত আদায় করতেন। পুনরায় রাত্রের এক ষষ্টমাংশ সময় নিদ্রা যেতেন। তাখরিজ: ইবন মাজাহ ১৭১২, বুখারী ১১৩১, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ২৬০৫, ইরউয়াউল গালীল ৯৪৫]
সারকথা হলো, তাহাজ্জুদ নামাজ সুন্নাত বা নফলের দুই নিয়তই সহিহ হবে , ইনশাআল্লাহ। অর্থাৎ যেকোনো একটি নিয়ত করতে পারবেন।
- والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন