জিজ্ঞাসা-১২৫৭৯:
আসসালামু আসসালামু আলাইকুম
কেয়ামতের দিন উন্মুক্ত অবস্থায় এক ব্যক্তির আমলনামা তার হাতে দেয়া হবে, তখন সে তাতে এমন কিছু সব দেখতে পাবে যা সে করেনি তখন সে প্রশ্ন করবে হে আমার রব এই সৎকর্মগুলো তো আমি করিনি ।তখন আল্লাহ বলবেন লোকেরা তোমার নামে যে গীবত করেছিল তার বিনিময়ে এই সব আমি তোমার আমলনামায় লিখে দিয়েছি।
অপরদিকে অন্য এক বান্দাকে কেয়ামতের দিন তার আমলনামা উন্মুক্ত অবস্থায় প্রদান করা হবে। তখন সে বলবে, হে আমার প্রভু। অমুক অমুক দিন কি আমি সওয়াবের কিছু করেছিলাম না ?সেগুলো তো আমি আমার আমলনামায় দেখছি না ।এর কারণ কি? তখন তাকে বলা হবে তুমি মানুষের যে গীবত করতে সে কারণেই তোমার আমলনামা থেকে তা মুছে ফেলাহয়েছে ................ আরবি ইবারত ও হাদীস নম্বর প্রয়োজন।
তারিখ: ০৫/০৫/২৩ ঈসায়ি/ইংরেজি
হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, ফরিদপুর থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, আপনার প্রশ্নের আলোকে হাদিসটির ইবারত উল্লেখ করা হলো:
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْعَبْدَ لَيُعْطَى كِتَابَهُ يَوْمَ الْقِيَامَةِ مَنْشُورًا، فَيُرِيهِ فِيهِ حَسَنَاتٍ لَمْ يَعْمَلْهَا فَيَقُولُ رَبِّ، لَمْ أَعْمَلْ هَذِهِ الْحَسَنَاتِ فَيَقُولُ إِنَّهَا كُتِبَتْ بِاغْتِيَابِ النَّاسِ إِيَّاكَ وَإِنَّ الْعَبْدَ لَيُعْطَى كِتَابَهُ يَوْمَ الْقِيَامَةِ مَنْشُورًا، فَيَقُولُ رَبِّ، أَعْمَلُ حَسَنَةً يَوْمَ كَذَا وَكَذَا؟ فَيُقَالُ لَهُ مُحِيَتْ عَنْكَ بِاغْتِيَابِكَ النَّاسَ
(حَدِيْثُ قُدْسِيُّ : ٣٥٧ ، مُسَاوِئُ الْأَخْلَاقِ لِلْخَرَائِطِىْ : ١٩١)
আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, কিয়ামতের দিন উম্মুক্ত অবস্থায়
এক বান্দার হাতে তার আমলনামা প্রদান করা হবে। তখন সে তাতে এমন কিছু সাওয়াব দেখতে পাবে যা সে নিজে ‘আমল করেনি। তখন সে প্রশ্ন রাখবে; হে আমার প্রভু! এ সৎ কর্মগুলো তো আমি ‘আমল করিনি! আল্লাহ তা‘আলা বলবেন, লোকেরা তোমার নামে যে ‘গিবত’ করেছিল তার বিনিময়েই এ সাওয়াব আমি তোমার আমলনামায় লিখে দিয়েছি।
অপর এক বান্দার কিয়ামতের দিন তার ‘আমলনামা উম্মুক্ত অবস্থায় প্রদান করা হবে। সে বলবে, হে আমার প্রভু! অমুক অমুক দিন কি আমি সাওয়াবের কিছু কাজ করেছিলাম না? (সেগুলো তো আমি আমার ‘আমলনামায় দেখছি না, এর কারণ কি?) তাকে বলা হবে; তুমি মানুষের যে ‘গিবত’ করতে, তার কারণেই তোমার ‘আমলনামা থেকে তা মুছে ফেলা হয়েছে”।
(হাদিসে কুদসী, হা/ ৩৫৭; মুসাবিউল আখলাক লিল-খারাইতি, হা/ ১৯১)
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মাওলানা মিজানুর রহমান, ফেনী।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন