জিজ্ঞাসা-১২৫৭২:
নীচের বক্তব্য ও হাদীসটির রেফারেন্স চাই: মক্কা বিজয়ের পর নবীজী অনেক বয়োঃজ্যেষ্ঠ থাকা সত্বেও যুবক ইতাব বিন উসাইদ রাঃকে মক্কার শাসক নিয়োগ দেন,সাহাবীগন আপত্তি জানালে রাসুল স: মদীনা থেকে চিঠি লিখিয়ে জানান যে"لا يحتج محتج منكم في مخالفته بصغار سنه،،،،،،،،،،،، অর্থ: " হাদীসটিরবয়সে বড় হলেই সে সর্বোত্তম হয়না,সেই বড় যে সর্বোত্তম। "।
তারিখ: ৩০/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা শাহজাহান শেখ কুমিল্লা থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, আপনার বর্ণনা মতে হাদিসটির সনদ নিম্নরূপ:
وليتوق المخالف له شديد العذاب، وغضب الملك العزيز الغلاب.
ولا يحتج محتج منكم في مخالفته بصغر سنه، فليس الأكبر هو الأفضل، بل الأفضل هو الأكبر.بحار الأنوار، ج21،ص123، حديث20.
তাখরিজ: আসসহিহু মিন সিরাতিল ইমামি আলি -০৫/৩৪০; বাহারুল আনওয়ার -২১/১২৩, হাদিস নং -২০
নোট: উপরোক্ত দুটি কিতাব শিয়া বর্ণনা, আমার অনুসন্ধানে সুন্নি কিতাবে পায়নি। পরে পাওয়া গেলে সংযোজন এবং জানানো হবে ইনশাল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন