জিজ্ঞাসা-১২৫৮০:
আসসালামু আলাইকুম ।
কয়েকজন হিন্দু তাদের প্রতিবেশি একজন মুসলিেমর কাছে শ্মশানের কাজের জন্য দুই বস্তা সিমেন্ট চায়লো।এমতাবস্থায় কোনো কিছু কি দেয়া যাবে?
তারিখ: ০৫/০৫/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা আতিকুল্লাহ ফিরোজ, খোলাহাটি, দিনাজপুর থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, মানুষ হিসাবে এবং প্রতিবেশী হিসেবে মুসলিম ও অমুসলিম সবাইকে সাহায্য করা ইসলামের শিক্ষা। মানুষের উপকারী ব্যক্তিকে আল্লাহ তায়ালা ভালোবাসেন। যেমন,
فعن ابن عمر- رضي الله عنهما- أن رجلا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله أي الناس أحب إلى الله؟ وأي الأعمال أحب إلى الله - عز وجل -؟ فقال رسول الله - صلى الله عليه وسلم -: أحب الناس إلى الله أنفعهم،
অর্থ: ইবনে ওমর রা.থেকে - যে এক ব্যক্তি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রসূল, কোন লোক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? আর কোন কাজগুলো আমি আল্লাহর কাছে পছন্দ করি - তিনি পবিত্র -? আল্লাহর রসূল - আল্লাহর দোয়া ও সালাম - বলেছেন: মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে তাদের উপকার করে। তাখরিজ: তাবারানি -১২/৪৫৩, হাদিস নং -১৩৬৪৬; ইবনে আসাকির -৬৪/১৭
দ্বিতীয় কথা হলো, সাহায্য করার ব্যাপারে ইসলামের মূলনীতি হলো তাকওয়া এবং খোদাভীতি কাজে, নাফরমানি পাপ কাজে নয়। দলিল:
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। সূরা মায়েদা-০২
হানাফির প্রখ্যাত ইমাম আবু হাফস আল কাবির এর মতে–
“যদি কোনো ব্যক্তি পঞ্চাশ বছর আল্লাহর ইবাদত করে, অতঃপর সে যদি মুশরিকদের উৎসবের সময় সেই দিনকে সম্মান প্রদর্শনপূর্বক কোন মুশরিককে অথবা তাদের উৎসবে কিছু উপহার/অর্থ দেয়, তবে সে কুফরি করেছে এবং নিজের সমস্ত আমল ধ্বংস করেছে।” সূত্র:দুররুল মুখতার: ৬/৭৪৫- টিকা দ্রষ্টব্য।
সারকথা হলো, অমুসলিমদের ভাত-কাপড়, ঘরবাড়ি নির্মানের বা চিকিৎসার জন্য দান করা যাবে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান /উৎসবের জন্য মোটেও না।
সুতরাং আপনার প্রশ্নের আলোকে, কয়েকজন হিন্দু তাদের প্রতিবেশি একজন মুসলিেমর কাছে শ্মশানের কাজের জন্য দুই বস্তা সিমেন্ট চায়লে।এমতাবস্থায় কোনো কিছু দেয়া যাবে না। কৌশলে এড়িয়ে যেতে হবে।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন