জিজ্ঞাসা-১২৫৭৩:
আসসালামু আলাইকুম। নিম্নোক্ত হাদিসদ্বয়ের রেফারেন্সসহ আরবি ইবারত উল্লেখ করার জন্য অনুরোধ করছি।
০১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সতী নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তার চক্ষুতে উত্তপ্ত সীসা ঢেলে দিবেন।
২। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হে মুসলমানগণ! তোমরা ব্যভিচার পরিত্যাগ কর। কেন না এর ছয়টি শাস্তি রয়েছে। এর মধ্যে তিনটি দুনিয়াতে ও তিনটি আখেরাতে প্রকাশ পাবে। যে তিনটি শাস্তি দুনিয়াতে হয় তা হচ্ছে, তার চেহারার ঔজ্জ্বল্য বিনষ্ট হয়ে যাবে, তার আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যাবে এবং তার দারিদ্রতা চিরস্থায়ী হবে। আর যে তিনটি শাস্তি আখেরাতে প্রকাশ পাবে তা হচ্ছে, সে আল্লাহর অসন্তোষ, কঠিন হিসাব ও জাহান্নামের শাস্তি ভোগ করবে।
তারিখ: ০১/০৫/২৩ ঈসায়ি/ইংরেজি
জনৈক মাওলানা ঢাকা থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, আপনার প্রশ্নের আলোকে হাদিসদ্বয়ের রেফারেন্স উল্লেখ করা হলো:
হাদিস নং -০১
وَقَالَ الْحَارِثُ : حَدَّثَنَا دَاوُدُ ، ثنا مَيْسَرَةُ ، عَنْ أَبِي عَائِشَةَ ، عَنْ يَزِيدَ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، وَابْنِ عَبَّاسٍ ، قَالَا : خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَذَكَرَ الْحَدِيثَ ، وَفِيهِ : وَمَنْ أَصَابَ مِنِ امْرَأَةٍ نَظْرَةً حَرَامًا مَلَأَ اللَّهُ عَيْنَيْهِ نَارًا ، ثُمَّ أَمَرَ بِهِ إِلَى النَّارِ ، *
তাখরিজ: আলমুতালিবুল আলিয়া - হাফেজ ইবনে হাজার আসকালানি রহ. হাদিস নং -১৬৩৫
হাদিস নং -০২
يا معشر المسلمين اتقوا الزنا فإن فيه ست خصال؛ ثلاث في الدنيا وثلاث في الآخرة, فأما التي في الدنيا: فذهاب بهاء الوجه وقصر العمر ودوام الفقر, وأما التي في الآخرة: فسخط الله تبارك وتعالى وسوء الحساب والعذاب بالنار
তাখরিজ: আরশিফু মুলতাকি আহলিল হাদিস -৩৭/২৬২, বায়হাকি -৫৬৪
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন