জিজ্ঞাসা-১২৫৪৭:
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। মুহতারামের নিকট জানার বিষয় হলো,কাউকে বিকাশ,নগদ, রকটের মাধ্যমে যাকাতের টাকা পাঠানো হলে যে টাকা চার্জ হিসাবে কর্তন হয় তা কি যকাতের মধ্যে গণ্য হবে?? যেমন বিকাশে ২০০০৳ পাঠালাম কিন্তু গ্রহনকারী ৪০৳ মত কম পেল, এক্ষেত্রে কি আমার যাকাত ২০০০ ৳ আদায় হবে নাকি যে টাকা কর্তন হয়েছে তা বাদ দিয়ে আদায় হবে??
তারিখ: ১৬/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা মোঃ শফিউল ইসলাম সিরাজগঞ্জ থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, আল্লাহ তাআলার বাণী -
Surah Al-Baqara, Verse 43:
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
আর নামায কায়েম কর, যাকাত দান কর। সূরা বাকারা-৪৩
এ আয়াতের উপর ভিত্তি ফোকাহায়ে কেরামগণ বলেছেন যে, জাকাতের হকদার ব্যক্তিকে যাকাতের মাল পরিপূর্ণভাবে মালিক বানিয়ে দিতে হবে, শর্তহীন ব্যতীত মালিক না বানিয়ে দিলে যাকাত আদায় হবে না।
দলিল:
يشترط أن يكون الصرف تمليكا (الدر المختار مع رد المحتار-3\291)
অর্থাৎ জাকাত আদায়ের শর্ত হল যাকাতের মাল মালিক বানিয়ে দেওয়া। সূত্র: ফতোয়া শামি-৩/২৯১
الزكاة يجب فيها تمليك المال، لأن الإيتاء فى قوله تعالى “وآتو الزكاة” يقتضى التلميك (تبيين الحقائق، كتاب الزكاة-2\18)
অর্থাৎ যাকাতের মাল মালিক বানিয়ে দেওয়া ওয়াজিব। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমরা জাকাত প্রদান কর। সূত্র: কিতাবুজ জাকাত -২/১৮
সারকথা হলো, কাউকে বিকাশ,নগদ, রকটের মাধ্যমে যাকাতের টাকা পাঠানো হলে যে টাকা চার্জ হিসাবে কর্তন হয় তা যাকাতের মধ্যে গণ্য হবে না।
তাই খরচসহ পাঠাতে হবে। কেননা জাকাত তো বলা হয় মালের পরিপূর্ণ ভাবে মালিক বানিয়ে দেওয়া। দলিল:
هي تمليك جزء مال عينه الشارع من مسلم فقير غير هاشمي ولا مولاه مع قطع المنفعة عن المملك من كل وجه لله تعالى (رد المحتار على الدر المختار كتاب الزكاة
صفحة: 257)
যাকাত হলো: "শরীয়ত কর্তৃক নির্দিষ্ট সম্পদ হাশেমী ও তাদের মাওলা ব্যতীত গরিব অনাথ মুসলমানকে স্বত্বাধিকারী করা। কোন উপকারের আশা করা ব্যতীত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।” সূত্র: রুদ্দুল মুহতার-২৫৭ পৃ.
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন