জিজ্ঞাসা-১২৫৮৪:
আস্সালামু আকাইকুম, মুহতারাম মসজিদের অজুখানায় অথবা বাসায় অজু করে মসজিদে প্রবেশ করলে তাহিয়্যাতুল অজু সলাত আগে পড়তে হবে নাকি দুখূলুল মসজিদের সলাত আগে পড়তে হবে।
তারিখ: ০৭/০৫/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা আনোয়ারুল আম্বিয়া, সিলেট থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, আমার জানামতে কোন সালাত আগে আদায় করতে হবে, এরকম কোন সরাসরি নস বা নির্দেশনা নেই।
তবে কিয়াসি মত হলো, সাধারণত অজু আগে করে, মসজিদে প্রবেশ পড়ে করে। সেই হিসেবে তাহিয়্যাতুল ওজু আগে আদায় করা যায়। যেমন, হাদিস শরিফে এসেছে -
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِبِلاَلٍ عِنْدَ صَلاَةِ الْفَجْرِ " يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَىَّ فِي الْجَنَّةِ ". قَالَ مَا عَمِلْتُ عَمَلاً أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُورًا فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلاَّ صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ دَفَّ نَعْلَيْكَ يَعْنِي تَحْرِيكَ.
ইসহাক ইবনে নাসর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) একদিন ফজরের নামাযের সময় বিলাল (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলেন, হে বিলাল! ইসলাম গ্রহণের পর সর্বাধিক আশাব্যঞ্জক যে আমল তুমি করেছ, তার কথা আমার নিকট ব্যক্ত কর। কেননা, জান্নাতে আমি আমার সামনে তোমর পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। বিলাল (রাযিঃ) বললেন, দিন রাতের যে কোন প্রহরে আমি তাহারাত ও পবিত্রতা অর্জন করেছি, তখনই সে তাহারাত দ্বারা নামায আদায় করেছি, যে পরিমাণ নামায আদায় করা আমার তাকদীরে লেখা ছিল। আমার কাছে এর চাইতে (অধিক) আশাব্যঞ্জক হয়, এম কোন বিশেষ আমল আমি করিনি। তাখরিজ: বুখারী, হাদীস আন্তর্জাতিক নং ১১৪৯
দ্বিতীয় কথা হলো, নফল সালাতে একই নামাজে একাধিক নিয়ত বৈধ, যা ইতিমধ্যে জিজ্ঞাসা -১২৫৭১ শিরোনামে মাসয়ালাটি আলোচিত হয়েছে।
সারকথা হলো, আপনার প্রশ্নের আলোকে, তাহিয়্যাতুল ওজু বা দুখুলুল মসজিদ যে কোন একটি আগে পড়ে আদায় করা যাবে, তবে তাহিয়্যাতুল ওজু আগে আদায় করা উত্তম। আবার দুটি একই সাথে আদায় করা যাবে।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন