জিজ্ঞাসা-১২৩২২
জনাব উত্তরদাতা,আচ্ছালামু আলাকুম। ছাত্রদের হাফ ভাড়ার ক্ষেত্রে প্রদত্ত উত্তরটি
যদি সঠিক ধরে নেই,তাহলে بطيب نفسه এর সূত্রে ১৬০০০.০০ টাকা থেকে
তদূর্ধ বেসিকহোল্ডারদের জন্য প্রদেয় সররকারী আয়করও তো দিতে হবেনা,কারণ,সেখানে طيب نفس অনুপস্হিত। খলিফা ওমর (রাঃ) ই তো প্রথম আয়কর নির্ধারণ
করেছিলন ২.৫%। আসলে কি, ছাত্রদের কাছ থেকে অর্ধেক ভাড়া
নেয়ার শর্তেই বাস মালিকরা রাস্তায় গাড়ী নামায়।এটি আবহমান কাল থেকে সরকারী নির্দেশ।এখানে
طيب نفس এর প্রশ্ন প্রযোজ্য কি-না, পূনর্বিবেচনা করে দেখা যেতে পারে। তারিখ: ২৯/১০/২২ ঈসায়ি/ইংরেজি
মাওলানা শরফউদ্দীন তাহের রামু থেকে-----
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم
اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথমে মুহতারামকে (প্রশ্নকারীকে) জাযাকাল্লাহু খায়ের
যেহেতু তিনি বিষয়টি পরিস্কার করার নিমিত্তে প্রশ্নের অবতারণা করেছেন।
যাইহোক, সরকারী আদেশ আর ব্যক্তিগত জীবনের গাড়ি ভাড়া এক নয়। তবে
মালিক সমিতির সুপারিশে সড়ক পরিবহন
মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাও সরকারে হুকুমের অন্তর্ভুক্ত হবে। শরিয়ত
বিরোধী না হলে সরকারি আদেশ মান্য করা সকল নাগরিকদের কর্তব্য। সূত্র: সূরা নিসা-৫৯
গত ২১ ডিসেম্বর ২০২১ সালে দেশের সব মহানগরে বেসরকারি বাসে
শিক্ষার্থীদের হাফ পাস নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু
মন্ত্রণালয়। রবিবার সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে
এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মোট ৫টি শর্ত দেওয়া হয়েছে।
যে ৫টি শর্তে হাফ ভাড়া
কার্যকর করার কথা বলা হয়েছে- সেগুলো হলো- এ ভাড়া বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম হবে, শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ
শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে
এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে, সকাল ৭টা থেকে রাত ৮টা
পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা এ হাফ ভাড়া দেওয়ার সুযোগ
পাবেন, শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে এ হাফ ভাড়া প্রযোজ্য
হবে না এবং দূরপাল্লার বাসে হাফ ভাড়া কার্যকর হবে না। সূত্র: ১৩ ডিসেম্বর ২০২১, দৈনিক ইত্তেফাক
সারকথা হলো, শুধু সিটি কর্পোরেশনে ছাত্ররা
উপরোক্ত ৫ শর্তে হাফ ভাড়া দিতে পারবে। সিটির বাহিরের ছাত্রদের হাফ ভাড়া দেওয়ার
সরকারি নির্দেশনা নেই। সুতরাং এসব এলাকায়
( সিটির বাহিরে) মালিক সমিতির অনুমতির
ব্যতিত হাফ দেওয়া জায়েজ নেই।
শেষ কথা হলো, কারও হকের হ্রাসের ব্যাপারে
মালিকের সন্তুষ্টি/অনুমতির প্রয়োজন, এটা ইসলামি মূলনীতি। আর মালিক সমিতির সাথে আলোচনার পর সরকারি কোন আদেশ
জারি করলে, সেটাই মালিক সমিতির অনুমতির অন্তর্ভুক্ত হবে। সুতরাং প্রমাণিত হলো এখানেই طيب نفس
অনুপস্থিত নয়, তাই জিজ্ঞাসা-১২৩২১ শিরোনামে প্রকাশিত মাসয়ালা সাথে বর্তমান প্রশ্নের
সংঘর্ষিক নয়। সূত্র: দুররুর মুখতার-৯ খণ্ড, ২৯১ পৃ.
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন