জিজ্ঞাসা -১২৩৩৬:
বাদ সালাম আমার প্রশ্ন হল-আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে যে সালাম প্রদান করলে ৯০ নেকি আর জবাব দিলে ১০ নেকি মোট ১০০ নেকি।
ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সালাম প্রদানে সাওয়াবের পরিমাণ কতটুকু এবং উত্তর প্রদানে সাওয়াবের পরিমাণ কতটুকু হতে পারে?
তারিখ: ১১/১১/২২ ঈসায়ি/ইংরেজি
মাওলানা রেজাউল করিম টাঙ্গাইল থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-দরুদ পর প্রথম কথা হলো, আপনি ঠিকই বলেছেন যে, আমাদের সমাজে প্রচলিত তা হল সালাম দিলে ৯০ নেকি আর জবাব দিলে ১০ নেকি।
কিন্তু আমাদের জানামতে, এ কথাটার (অর্থাৎ শুধু পূর্ণ সালাম দিলে) রেফারেন্স হাদিস শরিফের প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য কিতাবসমূহ পাওয়া যায় না। বরং সালামে শুধু ‘আস্সালামু আলাইকুম’ বললে দশ নেকী, ‘ওয়া রাহমাতুল্লাহ’ বৃদ্ধি করলে বিশ নেকী এবং ‘ওয়া বারাকাতুহ’ সহ পুরো সালাম বললে ত্রিশ নেকী পাওয়া যায়। দলিল:
عَن عِمْرَانَ بنِ الحُصَينِ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ، فَرَدَّ عَلَيْهِ ثُمَّ جَلَسَ، فَقَالَ النبيُّ ﷺ: « عَشْرٌ » ثُمَّ جَاءَ آخَرُ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ، فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: « عِشْرُونَ » ثُمَّ جَاءَ آخَرُ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ الله وَبَركَاتُهُ، فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: « ثَلاثُونَ ». رواه أَبُو داود والترمذي، وقال: «حديث حسن »
অর্থ: ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে এভাবে সালাম করল আসসালামু আলাইকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন। অতঃপর লোকটি বসে গেলে তিনি বললেন, ওর জন্য দশটি নেকী। তারপর দ্বিতীয় ব্যক্তি এসে আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ বলে সালাম পেশ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং লোকটি বসলে তিনি বললেন, ওর জন্য বিশটি নেকী। তারপর আর একজন এসে আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহি অবারাকাতুহ বলে সালাম দিল। তিনি তার জবাব দিলেন। অতঃপর সে বসলে তিনি বললেন, ওর জন্য ত্রিশটি নেকী। তাখরিজ:তিরমিজি- ২৬৮৯, আবু দাউদ-৫১৯৫, আহমদ-১৯৪৪৬, দারেমি-২৬৪০
দ্বিতীয় কথা হলো, উত্তরদাতার জন্য কোরআন ও হাদিসে প্রশংসা রয়েছে এবং সালামদাতার সমপরিমাণ বা তার চেয়ে বেশি শব্দ দ্বারা জবাব দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন,
وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآ
আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে। অথবা জবাবে তাই দেবে। (সূরা আন নিসা ৮৬)
কিন্তু সাওয়াবের কোনো পরিমাণ উল্লেখ পাওয়া যায়নি।
সারকথা হলো, পূর্ণ সালাম (আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ) দিলে ৩০ নেকি পাওয়া তবে মুসাফাহাসহ হলে ৯০ নেকি পাওয়া যায়, এরকম একটি বর্ণনা পাওয়া গেলেও, তার নির্ভরযোগ্য রেফারেন্স এই মুহূর্তে পাওয়া যায়নি।
আর সালাম জবাবদাতার নেকি সম্পর্কে কোনো পরিমাণ নির্ধারণ হয়নি। আল্লাহ তাআলা চাইলে সালাম দাতার সমপরিমাণ বা তার কম/বেশি দান করতে পারেন। সূত্র:ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত ১২/৯৩
উত্তর লিখেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বগুড়া
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন