জিজ্ঞাসা-১২৪২৮:
আসসালামু আলাইকুম।
আমার জানার বিষয় হল, দুই তলা অথবা তিন তলা মসজিদে ইমামের পিছনে মুয়াজ্জিন এর উপর ছাদে যে হাফ ফিট অথবা এক ফিট ছিদ্র বা ফোটা রাখতে হয় এটার দালিলিক ভিত্তি কতটুকু জানালে উপকৃত হব। তারিখ: ১৬/০১/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা শহিদুল ইসলাম যশোর থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে দোতলা,
তিন তালা মসজিদ ছিল না। তাই উপরে ছাদে হাফ ফিট ছিদ্র করার প্রশ্নই আসে না।
দ্বিতীয় কথা হলো, ইমাম কখন নামাজ শুরু করছেন, কখন শেষ করছেন, কখন কোন তাকবীর দিচ্ছেন, এটা শোনা মুসল্লিদের জরুরী, না হলে ইমামের অনুসরণ করা কঠিন হয়ে পড়বে।
ইমামে অনুসরণ ছাড়া নামাজ হয় না আর ইমামকে নির্ধারণ করা হয় অনুসরণের জন্য। দলিল:
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ” إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَلاَ تَخْتَلِفُوا عَلَيْهِ،
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসূল (ﷺ) ইরশাদ করেছেন, অনুসরণ করার জন্যই ইমাম নির্ধারণ করা হয়। তাখরিজ: সহীহ বুখারী, হাদীস নং-৭২২
يُراد بالتبليغ: أن يرفع أحد المُصلّين صوته بترديد أقوالَ الإمام؛ ليُسمِع المُصلّين صوت الإمام وتكبيره إن كان الصوت ضعيفاً، أو كَثُر عدد المصلّين، أو تباعدت الصفوف، وقد ثبت في السنة النبويّة أنّ أبا بكر الصدّيق -رضي الله عنه- بلّغ خلف النبي -عليه الصلاة والسلام-،[١٤] حين مرضه؛ بسبب ضعف صوته، ولتحقُّق الحاجة بإسماع المُصلّين صوت الإمام، وبناءً على ذلك فلا يُشرَع التبليغ خلف الإمام إن لم تتحقّق حاجةٌ إلى ذلك، كما نقل شيخ الإسلام ابن تيمية إجماع العلماء على ذلك، وقال بكراهة التبليغ دون حاجةٍ
অর্থ: একজন ইবাদতকারীর জন্য ইমামের বাণী পুনরাবৃত্তি করে তার আওয়াজ তুলে ধরা; যাতে নামাযীরা ইমামের কণ্ঠস্বর শুনতে পারে এবং কণ্ঠস্বর দুর্বল হলে, বা মুসল্লির সংখ্যা বেশি হলে, বা সারি দূরে দূরে থাকলে । তার কণ্ঠস্বরের দুর্বলতার কারণে এবং ইমামের কণ্ঠ শোনার জন্য, ইবাদতের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য, এবং সেই অনুযায়ী, ইমামের পিছনে বার্তা পৌঁছে দেওয়া। সূত্র: আলফিকহুল মায়সির-২ খণ্ড, ৪৬-৪৭পৃ.
তাই ইমামের আওয়াজ মুসল্লিদের শোনার জন্য লাউড স্পিকার ব্যবহার, ইমাম বরাবর দোতলা, তিন তলায় ছিদ্র রাখা শুধু জায়েজ নয়, বরং জরুরি, উত্তম।
উল্লেখ্য যে, ইমাম/ মুয়াজ্জিন বরাবর ছাদে ছিদ্র বা ফোটা এজন্য রাখা হয়, যখন কারেন্ট চলে যাবে অথবা লাউডস্পীকারের যান্ত্রিক সমস্যা হবে, তখন যেন দোতলা বা তিন তালার মুসল্লীগণ ইমামের তাকবীর শুনতে পারে, এ জন্য মূলত এই ছিদ্রটা রাখা হয়।
সারকথা হলো, বিদ্যুত বিভ্রাট অথবা যান্ত্রিক সমস্যার কারণে ইমামের আওয়াজ উপরে শুনতে অসুবিধা, বিধায় ইমাম বরাবর ছাদে ছিদ্রটা রাখা হয় যা সুন্দরভাবে নামাজটা সমাপনের জন্য জরুরী একটি বিষয়।
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে,
মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন