জিজ্ঞাসা-১২৪৩১:
আসসালামু আলাইকুম।
শায়খ, আমার জানার বিষয় হলো- "৪০ দিন একাধারে
তাকবীরে উলার সাথে নামায পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়" এর দলীল দিলে ভালো হয়। তারিখ: ১৭/০১/২৩ ঈসায়ি/ইংরেজি
হাফেজ মাওলানা সাইফুল নোয়াখালী থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম
ও হামদ-সানার পর প্রথম কথা হলো, জাহান্নাম হারাম হয়ে যায়, সরাসরি এ রকম হাদিস
নেই। জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে এ মর্মে হাদিস রয়েছে। যেমন,
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ
مُكْرَمٍ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو
قُتَيْبَةَ، سَلْمُ بْنُ قُتَيْبَةَ عَنْ طُعْمَةَ بْنِ عَمْرٍو، عَنْ حَبِيبِ
بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم " مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ
يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ
النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ
"
অর্থ: উকবা ইবনে মুকরাম ও নাসর ইবনে
আলী (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল
(ﷺ) ইরশাদ করেন, কেউ
যদি আল্লাহর উদ্দেশ্যে চল্লিশ দিন তাকবীরে উলার সাথে জামাআতে নামায আদায় করে তবে তাকে
দুটি মুক্তি সনদ লিখে দেয়া হয় একটি হল জাহান্নাম থেকে মুক্তির, অপরটি
হল মুনাফিকী থেকে মুক্তির।
তাখরিজ: জামে তিরমিজি-২৪১
নোট: হাদিসটির সনদ সহিহ।
উপরোক্ত হাদিসটিকে হয় তো কেউ ব্যাখ্যা স্বরূপ
বা বাড়িয়ে বলেছেন "৪০ দিন একাধারে তাকবীরে উলার সাথে
নামায পড়লে জাহান্নাম হারাম হয়ে। যাইহোক মূল বিষয়টি হাদিস
শরিফে রয়েছে। তবে হুবহু হাদিসের অর্থ/মর্ম বলা ভাল।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন