জিজ্ঞাসা-১২৪৭৪:
আসসালামুয়ালাইকুম, প্রাইজ বন্ডের ড্রয়ের টাকা
গ্ৰহনের ব্যাপারে মতামত জানতে চাই। ধন্যবাদ। তারিখ: ২২/০২/২৩
ঈসায়ি/ইংরেজি
জনৈক মাওলানা যশোর থেকে
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, প্রাইজবন্ড ক্রয় করা এবং ড্র এর মাধ্যমে পাওয়া পুরষ্কার/টাকা ব্যবহার করা হালাল কিনা?
অধিকাংশ এবং অনুসন্ধানী আলেমদের মতে বর্তমান প্রচলিত প্রাইজ বন্ড ও ড্র পদ্ধতিতে সুদের শামিল হওয়ায় তা ক্রয় করা এবং লাভ নেওয়া জায়েজ নয়।
কেননা, সরকার প্রাইজবন্ড ছাড়ে। যা যে কোনো ব্যাংক থেকে ভাঙ্গানো যায়। একটা নির্ধারিত মেয়াদের পর লটারীর মাধ্যমে ড্র করা হয়। এরপর বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটাই রিবা নাসিয়্যাহ বা সুদ। প্রাইজবন্ড ক্রয়ের মাধ্যমে ব্যাংককে ঋণ প্রদান করা হচ্ছে। আর ব্যাংক প্রাইজ বা পুরস্কার দেয়ার নামে ক্রেতাকে সুদ দিচ্ছে। আর সুদ সর্বসম্মতিক্রমে হারাম। দলিল:
قوله تعالى- وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
অনুবাদ-আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে করেছেন হারাম। {সূরা বাকারা-২৭৫}
قوله تعالى- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللَّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ (278
অনুবাদ-হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় পাও। আর সুদের অংশকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাক। {সূরা বাকারা-২৭৮}
عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)
সারকথা হলো, প্রাইজবন্ড একটি ঋণ, আর ঋণ থেকে ফায়দা নেওয়া সুদের অন্তর্ভুক্ত। তাই প্রচলিত প্রাইজবন্ড জায়েজ নেই। সূত্র: ফাতওয়ায়ে উসমানি -৩/১৭৩-১৭৬
- والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন