জিজ্ঞাসা -১২৫১০:
assalamu alaikum. আমার একটি প্রশ্ন ছিলো দয়া করে জানাবেন। এক ব্যক্তির গরীব ভাই আছে। তিনি তার যাকাত আংশিক দিয়ে দিতে চান। আর বাকী যাকাত ঐ ভাইয়ের জন্য রেখে দিতে চান যখন বিপদে পড়বে বা মেয়ের বিয়ে দেবে তখন একত্রে কয়েক বছরের যাকাত জমিয়ে পরবর্তীতে দিতে চান। উক্ত সুরতে যাকাত জমিয়ে রেখে পরে দেয়া যাবে কি না??
তারিখ: ২৮/০৩/২৩ ঈসায়ি/ইংরেজি
হাফেজ মাওলানা নুরুল আলম দিনাজপুর থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, আপনার প্রশ্নের বর্ণিত অনুসারে উক্ত ব্যক্তি যাকাতের বাকী অংশ তার ভাইয়ের জন্য রেখে দিয়ে একসাথে দিতে পারবে।
আর আপন ভাইকে (আত্মীয়-স্বজন) যাকাত দেওয়া উত্তম এবং ডবল সাওয়াব। দলিল:
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعَلَى قَالَ حَدَّثَنَا خَالِدٌ قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ حَفْصَةَ عَنْ أُمِّ الرَّائِحِ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الصَّدَقَةَ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَعَلَى ذِي الرَّحِمِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ
অর্থ: মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ... সালমান ইবনে আমির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, মিসকীনকে দান করার মধ্যে শুধু সাদ্কার সওয়াব রয়েছে আর আত্মীয়-স্বজনকে দান করার মধ্যে দুটি সওয়াব রয়েছে, দান করার সওয়াব এবং আত্মীয়াত্রার সম্পর্ক বজায় রাখার সওয়াব।
—সুনানে নাসায়ী, হাদীস নং ২৫৮২ (আন্তর্জাতিক নং ২৫৮২)
পরামর্শ: ভাইয়ের জন্য জমানো টাকা তৃতীয় কারও কাছে রাখলে উত্তম হবে।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন