জিজ্ঞাসা-১২৫১২:
আসসালামু আলাইকুম ,মসজিদে দেওয়ার মানত করে, পরে সে অর্থের অর্ধেক মসজিদে, বাকী অর্ধেক মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? জানালে উপকৃত হতাম।
তারিখ: ২৯/০৩/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা আখতার হোসেন, লালমনিরহাট থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো,সব টাকা মসজিদে দিতে পারবেন আবার গরিবকে, মাদ্রাসায় দিতে পারবেন। দলিল:
قال الشامى تحت قوله (فإنه لا يجوز تعجيله الخ) وكذا يظهر منه أنه لا يتعين فيه المكان والدرهم والفقير (رد المحتار، كتاب الصوم، باب ما يفسد الصوم ومالا يفسد-3/424)
وإن كان مقيدا بمكان بأن قال لله تعالى على أن أصلى ركعتين فى موضع كذا، وأ أتصدق على فقراء بلد كذا، يجوز أداؤه فى غير ذلك المكان عند أبى حنيفة وصاحبيه لأن المقصود من النذر هو التقرب إلى الله عزوجل، وليس لذات المكان دخل فى القربة (الفقه الاسلامى وأدلته-3/484، دار الفكر-4/2568)
ফতোয়ায়ে শামীর লেখক আল্লামা ইবনু আবেদিন শামী " তা তাৎক্ষণিক আদায় বৈধ নয়।" এর ব্যাখ্যায় বলেন,
আলোচনার পূর্বাপর একথারই নির্দেশ করে যে, মানতকারী ব্যক্তি মানত করার সময় সুনির্দিষ্টভাবে কোন স্থানের নাম উল্লেখ করেনি, অর্থের পরিমাণ নির্দিষ্ট করেনি, এবং নির্দিষ্ট কোন অভাবীকেও দান করার জন্য মনস্থ করেনি। ( রদ্দুল মুহতার, সাওম অধ্যায়, যেসব কারণে রোজা ভেঙে যায়, যেসব কারণে রোজা বহাল থাকে বিষয়ক অনুচ্ছেদ- ৩ / ৪২৪)
তবে যদি সে সুনির্দিষ্টভাবে কোন স্থান নির্দেশ করে বলে, অমুক জায়গায় দুই রাকাত সালাত আদায় করা আল্লাহর ওয়াস্তে আমার উপর আবশ্যক। কিংবা একথা বলে যে, অমুক প্রত্যন্ত অঞ্চলের অভাবী প্রান্তিক জনগোষ্ঠীকে সাদাকাহ করা আল্লাহর ওয়াস্তে আমার উপর আবশ্যক, তাহলে ইমাম আবু হানীফা ও তাঁর শিষ্যদ্বয় ( ইমাম আবূ ইউসুফ ও ইমাম মুহাম্মাদ রাঃ) এর গবেষণালব্ধ মত অনুসারে, উল্লিখিত স্থান ছেড়ে অন্যত্র কোথাও গিয়ে সে মানত পুরো করলেও তা আদায় হয়ে যাবে। কারণ মানতের মূল উপজীব্য হলো, আল্লাহর একান্ত সান্নিধ্য অর্জন করা। আর রাব্বে কারীমের সান্নিধ্য অর্জনের ক্ষেত্রে স্থানের কোন বিশেষত্ব নেই। মর্যাদাগত বিবেচনায় প্রতিটি স্থান এক্ষেত্রে এক ও অভিন্ন। সূত্র: আল ফিকহুল ইসলামিয়্যু ওয়া আদিল্লাতুহু -৩/ ৪৮৪, দারুল ফিক্বর- ৪ /২৫৬৮
সারকথা হলো,মসজিদে দেওয়ার মানত করে, পরে সে অর্থের অর্ধেক মসজিদে, বাকী অর্ধেক মাদ্রাসায় দেওয়া যাবে, কোন সমস্যা নেই।
- والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক,
সহযোগিতায় মুফতি আসাদুল ইসলাম তানয়িম
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন