ভাই আসসালামু আলাইকুম, মাসলা জানতে চাই,স্ত্রী র নিজের সম্পদের জাকাত স্বামী কে দিতে পারবে কিনা? যায়েজ হবে কিনা,স্বামী স্ত্রী কে সন্তান কে মা বাবা কে যাকাত দিতে পারবেনা কারন তাদের ভরন পসন পুরুষের উপর ফরজ, ভাই জানালে খুশি হব।
তারিখ: ৩১/০৩/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা মাহমুদুল হাসান, ঘাটাইল টাঙ্গাইল থেকে
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, আপনার প্রশ্নকে সহজভাবে বোধগম্যের জন্য কয়েক ভাগে ভাগ করছি।
প্রশ্ন: ক। পিতা-মাতা ও সন্তানদের জাকাত দেওয়া যাবে কি?
উত্তর: ক। এ সম্পর্কে আল্লামা ইবনে মুনজির রহ. বলেন,
قال ابن المنذر :
" وأجمعوا على أن الزكاة لا يجوز دفعها إلى الوالدين والولد ، في الحال التي يجبر الدافع إليهم ، على النفقة عليهم " انتهى من " الإجماع " ( ص 57 ) .
অর্থাৎ
তারা সর্বসম্মতিক্রমে একমত যে পিতা-মাতা এবং সন্তানদের যাকাত প্রদান করা জায়েজ নয় এমন ক্ষেত্রে যেখানে তাদের অর্থ প্রদানকারী তাদের ব্যয় করতে বাধ্য হয়। সূত্র: আল-ইজমা-৫৭ পৃষ্ঠা
প্রশ্ন:খ। স্বামী তার স্ত্রীকে জায়গা দিতে পারবে কিনা?
উত্তর: খ। এ ব্যাপারে আল্লামা ইবনে মুনজির রহ বলেন,
قال ابن المنذر رحمه الله : "أجمع أهل العلم على أن الرجل لا يعطي زوجته من الزكاة ; وذلك لأن نفقتها واجبة عليه , فتستغني بها عن أخذ الزكاة , فلم يجز دفعها إليها , كما لو دفعها إليها على سبيل الإنفاق عليها" انتهى من "المغني" (2/270) .
অর্থাৎ জ্ঞানী ব্যক্তিগণ সর্বসম্মতভাবে একমত যে, একজন পুরুষ তার স্ত্রীকে যাকাত থেকে কিছু দেবে না, কারণ তার জন্য তার জন্য ব্যয় করা ওয়াজিব, তাই তিনি তা দান করবেন। যাকাত না নিয়ে, তাই তাকে দেওয়া জায়েয নয়, যেমন সে তার খরচ করে তাকে দিয়েছে। সূত্র: আলমুগনি- 2/270
প্রশ্ন: গ। স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে কিনা?
প্রশ্ন: গ। এ ব্যাপারে ফুকাহায়ে কেরামগণের মধ্যে মতভেদ রয়েছে।
الأول: ذهب الحنفية ورواية عند المالكية ورواية عند الحنابلة إلى أنه لا يجوز ،
অর্থাৎ হানাফী মাযহাব এবং মালেকীদের একটি বর্ণনায় এবং হাম্বলীদের একটি মতে বলে যে এটি জায়েজ নয়। সূত্র: দারুল ইফতা মিসর-১৪/২০২০
তবে তবে স্বামী ফকির এবং ঋণগ্রস্ত হলে, শায়েখ ইবনে বাজ রহ, শায়েখ ইবনে উসাইমিন রহ এবং আহলে হাদিসদের মতে জায়েজ। সূত্র: আল-শারহ আল-মুমতি- 6/168-169
সারকথা হলো, যাকাতের খাত মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তাই ফিকহি হানাফির মতে,
নিজ পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, পরদাদা প্রমুখ ব্যক্তিবর্গ যারা তার জন্মের উৎস তাদেরকে নিজের যাকাত দেওয়া জায়েয নয়। এমনিভাবে নিজের ছেলে-মেয়ে, নাতি-নাতিন এবং তাদের অধস্তনকে নিজ সম্পদের যাকাত দেওয়া জায়েয নয়। স্বামী এবং স্ত্রী একে অপরকে যাকাত দেওয়া জায়েয নয়।-রদ্দুল মুহতার ২/২৫৮
- والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন