জিজ্ঞাসা-১২৫৪৫:
আসসালামু আলাইকুম, আমার জানার বিষয় হলো প্রবাসী বাংলাদেশীরা ফিতরার পরিমাণ কিভাবে নির্ধারণ করবেন এবং কোথায় আদায় করবেন। নিজ দেশের গরীবদেরকে দিলে আদায় হবে কী? আনোয়ারুল আম্বিয়া, যশোর।
তারিখ: ১৫/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা আনোয়ারুল আম্বিয়া, সিলেট থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, আপনার প্রশ্নকে সহজভাবে বোধগম্যের জন্য কয়েক ভাগে ভাগ করছি।
প্রশ্নঃ ক। প্রবাসী বাংলাদেশীরা ফিতরার পরিমাণ কিভাবে নির্ধারণ করবেন ?
উত্তর: ক। প্রবাসীরা হিসাব করবেন অবস্থানের দেশের পণ্য ও মুদ্রার হিসাবে।ফিতরার ক্ষেত্রে আদায়কারীর অবস্থান গ্রহণযোগ্য, যাদের পক্ষ থেকে দিচ্ছেন তাদের অবস্থান নয়। সূত্র: ফতোয়া শামি-৩/৩০৭
প্রশ্ন: খ। প্রবাসীরা কোথায় সদকাতুল ফিতর আদায় করবেন?
উত্তর: খ। প্রবাসীরা যেখানে আছেন অথবা নিজ দেশেও আদায় করতে পারবেন।
এ বিষয়ে শায়েখ ইবনে উসাইমিন রহ. কে জিজ্ঞেস করা হলে, তিনি জবাবে বলেন,
نقل صدقة الفطر إلى بلاد غير بلاد الرجل الذي أخرجها إن كان لحاجة بأن لم يكن عنده أحد من الفقراء فلا بأس به ، وإن كان لغير حاجة بأن وجد في البلد من يتقبلها فإنه لا يجوز " انتهى . مجموع فتاوى ابن عثيمين (18 / سؤال 1০২
সাদাকাতুল ফিতর যে ব্যক্তি দিয়েছে তার দেশ ব্যতীত অন্য দেশে হস্তান্তর করা, যদি তা প্রয়োজনের জন্য হয়, যদি তার সাথে গরীবদের কেউ না থাকে তবে এতে দোষের কিছু নেই। সূত্র: ইবনে উসাইমীনের ফতোয়া- ১৮/১০২
প্রশ্ন: গ। জাকাত বা সদকাতুল ফিতর স্থানান্তর করা কখন মাকরুহ নয়?
উত্তর: গ। জাকাতের সম্পদ স্থানান্তর করা মাকরুহ। তবে ৫ কারণে মাকরুহ হবে না।
প্রথমত আত্মীয়দের দেয়ার জন্য। এমনকি জহিরিয়া গ্রন্থে আছে– আত্মীয়স্বজনের প্রয়োজন সত্ত্বেও বাহিরে দানকারীর সদকা কবুল হবে না, যতক্ষণ না তাদের প্রয়োজন পূরণ করবে।
দ্বিতীয়ত অধিক প্রয়োজনবোধের কারণে। গ্রহীতার জন্য যদি পরম কল্যাণকর হয় অথবা তিনি পরম খোদাভীরু হন অথবা তিনি মুসলিম সমাজের কল্যাণে বেশি অবদান রাখেন।
তৃতীয়ত কাফের রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রের প্রেরণের উদ্দেশ্যে।
চতুর্থত তালেবে এলেম বা ইসলামী জ্ঞান আহরণকারীর উদ্দেশ্যে পাঠানো হলে। আল মেরাজ গ্রন্থে আছে– অভাবী আলেমকে দান করা উত্তম।
পঞ্চমত ধর্মীয় কারণে সংসারে সময় দিতে পারছেন না এমন দুনিয়া ত্যাগীদের উদ্দেশ্যে পাঠানো হলে।
এ কারণসমূহ আমলে নিয়েই আলেমগণ প্রবাসীদের মাতৃভূমিতে জাকাত-ফিতরা পাঠাতে বলে।
সারকথা হলো, সদকাতুল ফিতর আদায়কারী নিজ অবস্থান অনুযায়ী ফিতরা নির্ধারণ করবেন এবং দেশে/ বিদেশে উভয় জায়গাতে সদকাতুল ফিতর আদায় করতে পারবেন। তবে দেশে দেওয়া উত্তম, কেননা সাধারণত গরিব আত্মীয় স্বজন দেশে থাকে।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন