জিজ্ঞাসা -০৩:
আসছালামু আলাইকুম,হুজুর আমার প্রশ্ন হলো স্বপ্নে সাপ দেখলে কিম্বা সাপকে তাড়াকরা,দৌড়ে চেষ্টা করা ইত্যাদি বিষয় সম্পর্কে জানানোর জন্য অনুরোধ করছি।
জনাব সুলতান মাহমুদ পিরোজপুর থেকে--
জবাব: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্বপ্নে কেউ সাপ দেখলে সাপ দ্বারা শত্রু বুঝায়।
সুতরাং আপনার শত্রু থাকতে পারে তবে তারা আপনার কোন ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ, তবে কিঞ্চিত হয়রানি হতে পারে।
পরিশেষে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে পরিত্রাণের জন্য সকাল-সন্ধ্যায় এবং ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, ফালাক, ও নাস তিন বার করে পড়লে। সকল শত্রুর অনিষ্ট থেকে নিরাপদ থাকা যাবে হাদীস শরীফে উল্লেখ আছে।
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন